হাওড়া, ২৪ মার্চ : হাওড়া বেলগাছিয়ায় ফিরহাদ হাকিম। হাওড়ার জেলাশাসক, পুলিশ কমিশনার, কর্পোরেশনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। জানান, আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে এখানকার আবর্জনা পুরোপুরি খালি হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ফিরহাদ জানান, নিয়মিত এখান থেকে বর্জ্য নিয়ে যাওয়া হবে, ২ মাসের মধ্যে বর্জ্য প্রক্রিয়াকরণ মেশিনের ব্যবস্থা করা হবে যাতে ময়লা-আবর্জনার বিশাল পাহাড় না জমে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বাসিন্দাদের ক্ষোভের সম্মুখীন হতে হয় ফিরহাদ হাকিমকে। স্থানীয়দের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও এলাকাবাসীদের দাবি, মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে।
উল্লেখ্য, হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ধস নামে দিনকয়েক আগে। এর ফলে মাটির নীচে দু’টি পাইপ লাইনে বড়সড় ফাটল দেখা দেয়। এর ফলে ফাটল দেখা দেয় মাটিতে। ধসে পড়ে বাড়ি। বেলগাছিয়া মোড় থেকে কেএমডিএ–র তৈরি বিকল্প পাইপলাইনের মাধ্যমে জলের ব্যবস্থা করা হলেও ভাগাড় এলাকায় পুনরায় কয়েকটি বাড়িতে ফাটল দেখা দেয়।