West Bengal

1 year ago

Enforcement Directorate:গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিউড়ি থানার আইসিকে তলব ইডির

suri ic
suri ic

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  দিন দু’য়েক আগেই আসানসোল জেলের সুপারকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার সেই তালিকায় যোগ হল সিউড়ি থানার আইসি মহম্মদ আলি। আগামীকাল অর্থাৎ শনিবারই দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সব নথি নিয়ে যেতে বলা হয়েছে তাঁকে।

ইডি সূত্রে খবর, গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের সঙ্গে সিউড়ি থানার আইসির ভাল সম্পর্ক। এমনকী অনুব্রতর মামলার খরচও এসেছে তাঁর কাছ থেকে। তাই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য আনতে বলা হয়েছে। এর আগে সিউড়ি থানার আইসিকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।

এদিকে, গরু পাচার মামলায় আসানসোল জেলের সুপার কৃপাময় নন্দীকে তলব করেছে ইডি। আগামী ৫ এপ্রিল দিল্লির সদর দফতরে তাঁকে হাজিরা দিতে হবে। তাঁকেও ব্যাঙ্কের নথি নিয়ে আসতে বলা হয়েছে।

গরু পাচার মামলায় এখনও পর্যন্ত যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁরা সকলেই কোনও না কোনও সময় আসানসোল জেলে ছিলেন। বিরোধীরা বারবার অভিযোগ ছিল, জেলে বাড়তি সুবিধা পেয়েছিলেন তাঁরা। অনেকের মতে, সেইজন্যই তলব করা হয়েছে তাঁকে।

You might also like!