Breaking News
 
Kejriwal :১ এপ্রিল পর্যন্ত ফের ইডি-র হেফাজতে কেজরিওয়াল, প্রস্থানের সময়ও বললেন রাজনৈতিক ষড়য্ন্ত্র CJI DY Chandrachud:‘স্বার্থান্বেষী গোষ্ঠী’র চাপে বিচার বিভাগ,সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেশের ৬০০ আইনজীবীর Lok Sabha Election 2024:মুখ্যমন্ত্রীকে নিয়ে অভিজিতের মন্তব্য,মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, কমিশনে তৃণমূল Abhishek Banerjee:মনরেগার মজুরি বৃদ্ধিতেও বাংলাকে বঞ্চনার অভিযোগ তৃণমূলের,শ্বেতপত্র প্রকাশ নিয়ে অভিষেকের খোঁচায় কী বলল বিজেপি? Yusuf Pathan:‘মেহনত করে বিশ্বকাপ জিতেছি’,সেই ছবি ব্যবহারে অন্যের আপত্তি মানতে যাব কেন’! অধীরকে পাল্টা পাঠানের Jayant Kumar Roy:নির্বাচনী প্রচার শুরু জয়ন্ত রায়ের, জল্পেশ মন্দিরে পুজো দিয়ে ভোট ময়দানে জলপাইগুড়ির বিজেপি প্রার্থী

 

West Bengal

1 year ago

Mamata Banerjee : আগামী পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে নতুন দুই প্রকল্প আনতে চলেছেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে, শাসক ও বিরোধী দুই শিবিরেই সাজো সাজো রব।কেউ কাউকে এক ইঞ্চি ও জমি ছাড়তে নারাজ। প্রত্যকেই নিজেদের মতো করে ঘুটি সাজাচ্ছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী সিঙ্গুরের জন্য নতুন প্রকল্প নিয়ে আসলেন। সিঙ্গুর থেকে রাস্তাশ্রী-পথশ্রী প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সিঙ্গুরের রতনপুরের প্রশাসনিক জনসভা থেকে এই প্রকল্পের পথ চলা শুরু হবে। 

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখে পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট পেশের সময় এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই সময় তিনি জানিয়েছিলেন, শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু করবেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় অর্থ প্রতিমন্ত্রীর ওই ঘোষণা মতোই প্রকল্পের কাজ শুরু হচ্ছে। রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্নার বিধানসভা কেন্দ্র সিঙ্গুরে এই অনুষ্ঠানটি হবে। তাই দফায় দফায় তিনি মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করে এসেছেন। প্রস্তুতিতে যাতে কোনও রকম খামতি না থাকে। তবে প্রকল্প নিয়ে কিছু বলতে তিনি নারাজ। 

হুগলির সিঙ্গুর থেকে ৩ হাজার কোটি টাকার প্রকল্প রাস্তাশ্রী-পথশ্রীর কাজ শুরু হবে। কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কাজে টাকা না দেওয়ার প্রেক্ষিতে পাল্টা এই প্রকল্প চালু করছে রাজ্য সরকার, এমনটাই নবান্ন সূত্রে খবর। এই প্রকল্পে মোট ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরি হবে। এই প্রকল্পের সঙ্গে যুক্ত হচ্ছেন রাজ্যের ১০ লক্ষ জবকার্ডধারীরা। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে ১০০ দিনের প্রকল্পের অর্থ দেয়নি কেন্দ্রীয় সরকার। তা সত্ত্বেও ১০০ দিনের জবকার্ডধারীরা যাতে কাজ পান, সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রী এই উদ্যোগ বলে প্রশাসনিক কর্তারা জানিয়েছেন। 

১২ হাজার কিলোমিটার রাস্তা নির্মাণের দায়িত্বে থাকবে পঞ্চায়েত দফতর। তবে রাজনৈতিক মহলের দাবি আসন্ন পঞ্চায়েত ভোটকে মাথায় রেখেই সাসক দল এই প্রকল্প আনছে। অন্য দিকে বিরোধীদের মত, তৃণমূলের ‘দিদির দূত’ কর্মসূচিতে অংশ নিয়ে শাসকদলের নেতারা রাস্তার বেহাল দশা নিয়ে গ্রামীণ জনতার ক্ষোভের মুখে পড়েছেন‌ আর তা সামাল দিতেই এই পদক্ষে নিচ্ছেন মাননীয়া। 

You might also like!