নয়াদিল্লি, ৭ মে : ভারত সন্ত্রাসবাদকে মূল থেকে নির্মূল করার জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার তিনি এক্স মাধ্যমে লিখেছেন, "আমাদের সশস্ত্র বাহিনীর জন্য আমরা গর্বিত। পহেলগামে আমাদের নিরীহ ভাইদের নৃশংস হত্যাকাণ্ডের প্রতি ভারতের প্রতিক্রিয়া হল অপারেশন সিঁদুর। ভারত এবং দেশের জনগণের উপর যে কোনও আক্রমণের উপযুক্ত জবাব দিতে মোদী সরকার বদ্ধপরিকর। ভারত সন্ত্রাসবাদকে মূল থেকে নির্মূল করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।" এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা এবং বিএসএফ-এর মহাপরিচালকের সঙ্গেও ক্রমাগত যোগাযোগ রাখছেন। তিনি সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষের জন্য সমস্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জন্য বিএসএফ-এর মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন।
Proud of our armed forces.#OperationSindoor is Bharat’s response to the brutal killing of our innocent brothers in Pahalgam.
— Amit Shah (@AmitShah) May 7, 2025
The Modi government is resolved to give a befitting response to any attack on India and its people. Bharat remains firmly committed to eradicating…