West Bengal

1 year ago

Malay Ghatak:মলয় ঘটকের লেনদেন তথ্য চেয়ে ব্যাঙ্ককে চিঠি সিবিআইয়ের

Malay Ghatak
Malay Ghatak

 

কলকাতা, ১ ডিসেম্বর : কয়লা পাচারকাণ্ডে এবার মন্ত্রী মলয় ঘটকের ব্যাঙ্ক স্টেটমেন্টে নজর সিবিআই গোয়েন্দাদের। কলকাতার একটি বেসরকারি ব্যাঙ্ককে চিঠি পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আইনমন্ত্রী মলয় ঘটক, তাঁর পরিবারের অন্য সদস্য ও তাঁর ঘনিষ্ঠ মিলিয়ে মোট ৫ টি অ্যাকাউন্টের তথ্য চেয়েছে সিবিআই। ১৩ ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্ককে নথি জমা দিতে বলেছে সিবিআই। অ্যাকাউন্টগুলি খোলার সময় কী কী নথি জমা দেওয়া হয়েছিল তাও জানতে চেয়েছে সিবিআই।

কয়লা পাচার মামলায় দীর্ঘদিন ধরে সিবিআই ও ইডির নজরে মলয় ঘটক। বহুবার তাঁকে সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর বাড়ি, অফিসে তল্লাশিও চালিয়েছেন তদন্তকারীরা। সেই সময় বেশকিছু নথিপত্র সংগ্রহ করেছিল তাঁরা। ইডির অভিযোগ ছিল, বারবার হাজিরা এড়িয়েছেন মলয় ঘটক। এমনকী, রক্ষাকবচের দাবিতে আদালতের দ্বারস্থও হয়েছিলেন। হাজিরা দিয়েছিলেন মাত্র একবার।

এবার মন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নজর সিবিআইয়ের। জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে ব্যাঙ্কগুলোতে চিঠি পাঠানো হয়েছে। সাফ বলা হয়েছে, অ্যাকাউন্ট তৈরির দিন থেকে মলয় ঘটক ও তাঁর পরিবারের সদস্যদের যা লেনদেন হচ্ছে তার বিস্তারিত তথ্য দিতে হবে ব্যাঙ্কগুলোকে।


You might also like!