Country

3 days ago

Adi Shankaracharya Jayanti 2025 : সনাতন ঐতিহ্যকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে জগদ্গুরু আদি শঙ্করাচার্যর কথা স্মরণ শাহর

To become Shankaracharya, you must have knowledge of 4 Vedas and 6 Vedangas
To become Shankaracharya, you must have knowledge of 4 Vedas and 6 Vedangas

 

নয়াদিল্লি, ২ মে : “ভারতীয় সনাতন ঐতিহ্যকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পরম শ্রদ্ধেয় জগদ্গুরু আদি শঙ্করাচার্য জি। তাঁর জন্মবার্ষিকীতে অসীম শুভেচ্ছা জানাই।” শুক্রবার এক্সবার্তায় তাঁকে এভাবে শ্রদ্ধা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিতবাবু লিখেছেন, “শৈশব থেকেই পাণ্ডিত্য এবং কৌতূহলে পরিপূর্ণ আদি শঙ্করাচার্য অদ্বৈত বেদান্তের দর্শন দিয়ে ভারতীয় জ্ঞান ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছিলেন। জগদ্গুরু খুব অল্প বয়সে দেশের চার কোণে চারটি মঠ প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর গৌরবময় জীবনকাহিনী সকলের জন্য অনুপ্রেরণাদায়ক। ভারতীয় সংস্কৃতির অনন্য প্রহরী, আধ্যাত্মিক ঐক্যের ধারক জগদ্গুরু, আমাদের সংস্কৃতি রক্ষার পথে অনন্তকাল ধরে দিকনির্দেশনা দিয়ে যাবেন।”

You might also like!