নয়াদিল্লি, ২ মে : “ভারতীয় সনাতন ঐতিহ্যকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পরম শ্রদ্ধেয় জগদ্গুরু আদি শঙ্করাচার্য জি। তাঁর জন্মবার্ষিকীতে অসীম শুভেচ্ছা জানাই।” শুক্রবার এক্সবার্তায় তাঁকে এভাবে শ্রদ্ধা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিতবাবু লিখেছেন, “শৈশব থেকেই পাণ্ডিত্য এবং কৌতূহলে পরিপূর্ণ আদি শঙ্করাচার্য অদ্বৈত বেদান্তের দর্শন দিয়ে ভারতীয় জ্ঞান ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছিলেন। জগদ্গুরু খুব অল্প বয়সে দেশের চার কোণে চারটি মঠ প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর গৌরবময় জীবনকাহিনী সকলের জন্য অনুপ্রেরণাদায়ক। ভারতীয় সংস্কৃতির অনন্য প্রহরী, আধ্যাত্মিক ঐক্যের ধারক জগদ্গুরু, আমাদের সংস্কৃতি রক্ষার পথে অনন্তকাল ধরে দিকনির্দেশনা দিয়ে যাবেন।”
भारतीय सनातन परंपरा को एकसूत्र में पिरोने में महत्त्वपूर्ण भूमिका निभाने वाले परम पूज्य जगद्गुरु आदि शंकराचार्य जी की जयंती की अनंत शुभकामनाएँ।
— Amit Shah (@AmitShah) May 2, 2025
बाल्यावस्था से ही विद्वता और जिज्ञासा के धनी आदि शंकराचार्य जी ने अद्वैत वेदांत का दर्शन देकर भारतीय ज्ञान परंपरा को और भी समृद्ध… pic.twitter.com/BnU1EKdVyB