West Bengal

2 days ago

BOMBS RECOVERED IN SHAMSHERGANJ: সামশেরগঞ্জে বোমা উদ্ধার, উত্তেজনা

Fresh bomb recovered from Jotkashi mango orchard in Shamsherganj
Fresh bomb recovered from Jotkashi mango orchard in Shamsherganj

 

মুর্শিদাবাদ, ১৪ মে : আবার নতুন করে ‍‍বুধবার দুপুরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের আলমশাহী ও বাবুপুরে প্রচুর পরিমানে বোমা উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। বাগানের ভেতরে মজুত বোমার সন্ধানে ডগ স্কোয়াড নিয়ে এসে তল্লাশি করছে পুলিশ। এলাকার বিভিন্ন পাড়া ও পরিত্যক্ত স্থানেও চলছে পুলিশের তল্লাশি। উল্লেখ্য, দিনদুয়েক আগেই সামশেরগঞ্জে বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বোমা ফেটে দুই শিশুকন্যা গুরুতর জখম হয়। ঘটনাস্থল থেকে প্রচুর বোমাও উদ্ধার হয়। তার রেশ না কাটতেই ওইদিন রাতেই জোতকাশি এলাকার আমবাগান থেকে বিপুল পরিমান বোমা উদ্ধার করে পুলিশ। এবার সামশেরগঞ্জের আলমশাহী ও বাবুপুরে দুই জায়গায় প্রচুর সংখ্যক মজুত বোমার সন্ধান পায় পুলিশ। লাগাতার বোমা উদ্ধারে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে মানুষের মনে।


You might also like!