Breaking News
 
Kejriwal :১ এপ্রিল পর্যন্ত ফের ইডি-র হেফাজতে কেজরিওয়াল, প্রস্থানের সময়ও বললেন রাজনৈতিক ষড়য্ন্ত্র CJI DY Chandrachud:‘স্বার্থান্বেষী গোষ্ঠী’র চাপে বিচার বিভাগ,সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেশের ৬০০ আইনজীবীর Lok Sabha Election 2024:মুখ্যমন্ত্রীকে নিয়ে অভিজিতের মন্তব্য,মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, কমিশনে তৃণমূল Abhishek Banerjee:মনরেগার মজুরি বৃদ্ধিতেও বাংলাকে বঞ্চনার অভিযোগ তৃণমূলের,শ্বেতপত্র প্রকাশ নিয়ে অভিষেকের খোঁচায় কী বলল বিজেপি? Yusuf Pathan:‘মেহনত করে বিশ্বকাপ জিতেছি’,সেই ছবি ব্যবহারে অন্যের আপত্তি মানতে যাব কেন’! অধীরকে পাল্টা পাঠানের Jayant Kumar Roy:নির্বাচনী প্রচার শুরু জয়ন্ত রায়ের, জল্পেশ মন্দিরে পুজো দিয়ে ভোট ময়দানে জলপাইগুড়ির বিজেপি প্রার্থী

 

West Bengal

1 year ago

Knife Attack in Jalpaiguri : জলপাইগুড়িতে যুবকের ছুরিকাঘাতে জখম ৮ জন, অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

Knife Attack in Jalpaiguri
Knife Attack in Jalpaiguri

 

জলপাইগুড়ি, ২৬ নভেম্বর : সাতসকালে রোমহর্ষক কাণ্ড ঘটে গেল জলপাইগুড়িতে। ''মানসিক ভারসাম্যহীন'' এক যুবকের ছুরিকাঘাতে জখম হয়েছেন ৮ জন, তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা সঙ্কটজনক। অভিযুক্ত যুবককে পাকড়াও করেছে পুলিশ। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের সাকোয়াঝোরা ১ নং গ্রাম পঞ্চায়েতের সজনাপাড়া এলাকায় শনিবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। হামলা চালানোর পর জখমদের উদ্ধার করে নিয়ে ধূপগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযুক্ত যুবকের নাম তহিজুল ইসলাম।

শনিবার সকালে ঘুম থেকে উঠে রাস্তায় বেরিয়ে ওই যুবক সামনে থাকা প্রত্যেককে ছুরি নিয়ে হামলা করতে শুরু করেন। প্রথমে সে মজিনা খাতুন নামে এক মহিলার উপর হামলা চালায়। মজিনা অভিযুক্ত তহিজুলেরই আত্মীয়া। মজিনার চিৎকারে আশপাশের মানুষ তাঁকে উদ্ধারে ছুটে এলে তাঁদের উপরও হামলা চালায় অভিযুক্ত তহিজুল। এর পর আরও কিছু মানুষ ছুটে এসে অভিযুক্ত ওই যুবকের হাত থেকে ছুরি কেড়ে নেয়। এর পর তাঁকে ধরে গণপিটুনিও দেয় উত্তেজিত জনতা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে পাকড়াও করেছে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি চার জনের নাম নুর হোসেন, ফরিদুল ইসলাম, মনিজা খাতুন এবং রফিনা খাতুন বলে স্থানীয় সূত্রে খবর। এই চার জনকেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

You might also like!