পেট্রোল পাম্প থেকে প্রায় লক্ষাধিক টাকা চুরির ঘটনায় চাঞ্চল ছড়ালো এলাকায় । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার একটি বেসরকারি পেট্রোল পাম্পে । গভীর রাতে দুষ্কৃতীরা সুযোগ বুঝে পেট্রোল পাম্পের অফিসের শিকল কেটে ও আলমারি ভেঙ্গে লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পেট্রোল পাম্পের কর্মীরা বলেন সকালে যখন ঘুম থেকে উঠি দেখি আমাদের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করা রয়েছে তাই পার্শ্ববর্তী একজন লোককে ডেকে দরজাটি খুলে পাম্প খুলতে গেলে দেখি পাম্পে দরজার খোলা রয়েছে ভিতরে ঢুকে দেখি আলমারির দরজা ভাঙ্গা এবং ভিতরে রাখানো প্রায় লক্ষাধিক টাকা নেই । পরবর্তীতে এই বিষয়ে চোপড়া পুলিশ জানানো হলে ঘটনা স্থলে পৌঁছায় চোপড়া থানা পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ।