Breaking News
 
SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব Abhishek Banerjee: ‘বাংলা নয়, সময় হয়েছে আপনাদের পাল্টানোর!’ সিঙ্গুরের মঞ্চ থেকে মোদীর আক্রমণের জবাবে হুঙ্কার দিলেন অভিষেক

 

Video

9 months ago

Home coming Story | আট বছর পরে আবার নিজের বাড়ি পুনরায় ফিরে পেলেন গাঙ্গুলী দম্পতি

 

জবর দখল হয়ে যাওয়া বাড়ি পুনরুদ্ধার করতে গিয়ে বিপাকে পড়েছিলেন জনাইয়ের গাঙ্গুলী দম্পতি। হুগলি জেলার চন্ডীতলা বিধানসভার অন্তর্গত জনাই গ্রাম পঞ্চায়েতের জনাই মাঠের পিছনে গাঙ্গুলি দম্পতির বাড়ি জবরদখলের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল জনাই এলাকা জুড়ে।স্থানীয় সূত্রে জানা যায় সুতপা গাঙ্গুলী এবং তার স্বামী গৌতম গাঙ্গুলী কর্মসূত্রে সোনারপুরে থাকায় দীর্ঘদিন ধরে ফাঁকা পড়েছিল তাদের বাড়ি। এলাকার কিছু দুষ্কৃতীদের সহযোগিতায় সোনালী সেনগুপ্ত নামে এক মহিলা গাঙ্গুলী দম্পতির বাড়িটি দীর্ঘ আট বছর যাবত দখল করে বসবাস করছিলেন। অবশেষে আট বছর পরে আবার নিজের বাড়ি পুনরায় ফিরে পেলেন গাঙ্গুলী দম্পতি। স্থানীয় জনাই পঞ্চায়েত এবং স্থানীয় কিছু মানুষের সহযোগিতায় অবশেষে আবার নিজের জবরদখল বাড়ি পুনরুদ্ধার করতে পারলেন গাঙ্গুলি দম্পতি। স্থানীয় মানুষ এবং জনাই পঞ্চায়েতের সহযোগিতায় তাঁরা নিজের বাড়ি ফিরে পেয়ে আনন্দে আপ্লুত।

You might also like!