Breaking News
 
Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব

 

Video

9 months ago

Job Scams | ফোনে জয়েন্ট BDO নাম করে উপপ্রধান ও ২ নং প্রধানকে চাকরি দেওয়ার টোপের অভিযোগ উঠলো

 

মালদার গাজোলে ১টি অপরিচিত নাম্বার থেকে ফোন করে জয়েন্ট BDO নামে চেক ভাঙ্গিয়ে গাজোল ১ নং গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ও গাজোল ২ নং প্রধান কে চাকরির টোপ দেওয়ার কথা বলার অভিযোগ উঠল। ঘটনায় গাজোল থানায় অভিযোগ হয়। গাজোল এক নং অঞ্চলের উপপ্রধান প্রদ্যুৎ সর্দার জানান,১টি অপরিচিত নাম্বারে গত মঙ্গলবার ফোন করে বলেন যে আমাদের গাজোল BDO অফিসে দুটি ভ্যাকান্সি আছে। ২৫ হাজার টাকা সেলারি দেওয়া হবে।এছাড়া বলেন যে আপনি যদি আমার সাথে পার্সোনাল কথা বলতে চান সেটা বলব। উপপ্রধান এই বিষয়ে কোন রাজি হননি। এদিকে গাজোলে ১ নং উপপ্রধান প্রদ্যুৎ সরদার বুধবারে গাজোল থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।এছাড়াও বলেন শাসক দলের একটি চক্রান্ত জাল এভাবে বিরোধী দলদের গায়ে কালি লাগানোর চক্রান্ত চলছে বলে জানান। অপো প্রধান জানিয়েছেন জাল প্রতারকদের ধরে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া উচিত।

You might also like!