মালদার গাজোলে ১টি অপরিচিত নাম্বার থেকে ফোন করে জয়েন্ট BDO নামে চেক ভাঙ্গিয়ে গাজোল ১ নং গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ও গাজোল ২ নং প্রধান কে চাকরির টোপ দেওয়ার কথা বলার অভিযোগ উঠল। ঘটনায় গাজোল থানায় অভিযোগ হয়। গাজোল এক নং অঞ্চলের উপপ্রধান প্রদ্যুৎ সর্দার জানান,১টি অপরিচিত নাম্বারে গত মঙ্গলবার ফোন করে বলেন যে আমাদের গাজোল BDO অফিসে দুটি ভ্যাকান্সি আছে। ২৫ হাজার টাকা সেলারি দেওয়া হবে।এছাড়া বলেন যে আপনি যদি আমার সাথে পার্সোনাল কথা বলতে চান সেটা বলব। উপপ্রধান এই বিষয়ে কোন রাজি হননি। এদিকে গাজোলে ১ নং উপপ্রধান প্রদ্যুৎ সরদার বুধবারে গাজোল থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।এছাড়াও বলেন শাসক দলের একটি চক্রান্ত জাল এভাবে বিরোধী দলদের গায়ে কালি লাগানোর চক্রান্ত চলছে বলে জানান। অপো প্রধান জানিয়েছেন জাল প্রতারকদের ধরে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া উচিত।