Tripura

1 year ago

Tripura:আরও একটি ভাষা আন্দোলনের ডাক আমরা বাঙালী ত্রিপুরা প্রদেশ কমিটির

We are Bengali Tripura Pradesh Committee's call for another language movement
We are Bengali Tripura Pradesh Committee's call for another language movement

 

আগরতলা : বাংলাদেশ ও শিলচরের মতো পুনরায় ভাষা আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন আমরা বাঙালী ত্রিপুরা প্রদেশ কমিটির নেতারা। বাংলা ভাষার অস্তিত্বকে মিটিয়ে দিয়ে হিন্দি এবং অন্যান্য ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন আমরা বাঙালী ত্রিপুরা প্রদেশ কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্রপাল।

গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, তিন হাজার বছরেরও বেশি পুরনো ভাষা হচ্ছে বাংলা ভাষা। সংবিধান স্বীকৃত এই ভাষাকে আজও দ্রৌপদী ভাষার মর্যাদা দেওয়া হচ্ছে না। যেখানে অসমিয়া ভাষা অনেক নতুন ভাষা, তাকেও দ্রৌপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে।

 শনিবার আমরা বাঙালী ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে বাঙালী উদ্বাস্তু পরিবারদের পুনর্বাসন দেওয়া, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা, বেকার সমস্যা নিরসন করা সহ বিভিন্ন দাবিতে রাজধানী আগরতলা শহরে এক মিছিল সংগঠিত করা হয়েছে। মিছিলটি শহরের শিবনগরে অবস্থিত দলের প্রদেশ কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে দলের প্রদেশ সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে বাঙালির মাতৃভাষা বাংলা ভাষাকে উপেক্ষিত রাখা হয়েছে। তিন হাজার বছরেরও বেশি পুরনো এই ভাষাকে দ্রৌপদী ভাষার মর্যাদা দেওয়া হচ্ছে না। যেখানে অসমিয়া ভাষা অনেক নতুন ভাষা, তার পরও এই ভাষাকে দ্রৌপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে।

তিনি বলেন ওড়িয়া, অসমিয়া এবং বাংলা ভাষা, এই তিনটি ভাষার গুরুত্ব রয়েছে নিশ্চয়। তার পরও পুরনো ভাষা হচ্ছে বাংলা। হিন্দি ভাষা সম্পর্কে তিনি বলেন, এই ভাষা উর্দু সহ বেশ কয়েকটি ভাষার সংমিশ্রণে তৈরি হয়েছে। দেশে হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এর তীব্র প্রতিবাদ জানায় আমরা বাঙালী।

গৌরাঙ্গবাবু এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বাংলা ভাষাকে দ্রৌপদী ভাষার মর্যাদা দেওয়া না হয় তা-হলে আগামীদিনে বাংলাদেশ ও শিলচরের ভাষা আন্দোলনের মতো আরও একটি ভাষা আন্দোলন গড়ে তোলা হবে।

You might also like!