Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Tripura

1 year ago

Sudeep Roy Burman: বিজেপি ক্ষমতায় আসার পর মৌলবাদী শক্তির বৃদ্ধি ঘটছে : সুদীপ রায় বর্মণ

Sudeep Roy Burman
Sudeep Roy Burman

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  ত্রিপুরা প্রদেশ কংগ্রেস প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু ও জন্মবার্ষিকী স্মরণে রাজ্যজুড়ে 'সংহতি পদযাত্রা' শুরু করেছে। পদযাত্রাটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, দলের সিদ্ধান্তের অংশ হিসেবে আমরা এই সংহতি পদযাত্রার আয়োজন করছি যা ৩১শে অক্টোবর থেকে রাজ্য জুড়ে অনুষ্ঠিত হচ্ছে।এই পদযাত্রাটি রাজ্যজুড়ে প্রেম ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য বলে তিনি যোগ করেছেন।

বিজেপি নেতৃত্বাধীন সরকারকে কটাক্ষ করে সুদীপ রায় বর্মণ বলেন, যখন থেকে বিজেপি কেন্দ্রের পাশাপাশি রাজ্যে ক্ষমতায় এসেছে আমরা দেখেছি মৌলবাদী শক্তির বৃদ্ধি ঘটছে, ঘৃণার বীজ বপন করছে এবং শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত করছে।

সুদীপ রায় বর্মণ আরও বলেন, আমরা আমাদের নেতা রাহুল গান্ধীর বলা একটি তত্ত্বে বিশ্বাস করি, 'মহব্বত কি দোকান', যা সকলের মধ্যে ভালবাসা ছড়িয়ে দেওয়া, যেকোনও ধরণের বৈষম্য থেকে দূরে থাকা এবং সবার সাথে সমান আচরণ করা। প্রসঙ্গত, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা এবং অন্যান্য বিশিষ্ট নেতারাও এদিনের পদযাত্রায় অংশ নেন।

You might also like!