Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Tripura

1 year ago

Sudeep Roy Burman: বিজেপি ক্ষমতায় আসার পর মৌলবাদী শক্তির বৃদ্ধি ঘটছে : সুদীপ রায় বর্মণ

Sudeep Roy Burman
Sudeep Roy Burman

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  ত্রিপুরা প্রদেশ কংগ্রেস প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু ও জন্মবার্ষিকী স্মরণে রাজ্যজুড়ে 'সংহতি পদযাত্রা' শুরু করেছে। পদযাত্রাটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, দলের সিদ্ধান্তের অংশ হিসেবে আমরা এই সংহতি পদযাত্রার আয়োজন করছি যা ৩১শে অক্টোবর থেকে রাজ্য জুড়ে অনুষ্ঠিত হচ্ছে।এই পদযাত্রাটি রাজ্যজুড়ে প্রেম ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য বলে তিনি যোগ করেছেন।

বিজেপি নেতৃত্বাধীন সরকারকে কটাক্ষ করে সুদীপ রায় বর্মণ বলেন, যখন থেকে বিজেপি কেন্দ্রের পাশাপাশি রাজ্যে ক্ষমতায় এসেছে আমরা দেখেছি মৌলবাদী শক্তির বৃদ্ধি ঘটছে, ঘৃণার বীজ বপন করছে এবং শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত করছে।

সুদীপ রায় বর্মণ আরও বলেন, আমরা আমাদের নেতা রাহুল গান্ধীর বলা একটি তত্ত্বে বিশ্বাস করি, 'মহব্বত কি দোকান', যা সকলের মধ্যে ভালবাসা ছড়িয়ে দেওয়া, যেকোনও ধরণের বৈষম্য থেকে দূরে থাকা এবং সবার সাথে সমান আচরণ করা। প্রসঙ্গত, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা এবং অন্যান্য বিশিষ্ট নেতারাও এদিনের পদযাত্রায় অংশ নেন।

You might also like!