Tripura

1 month ago

Sudeep Roy Burman: বিজেপি ক্ষমতায় আসার পর মৌলবাদী শক্তির বৃদ্ধি ঘটছে : সুদীপ রায় বর্মণ

Sudeep Roy Burman
Sudeep Roy Burman

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  ত্রিপুরা প্রদেশ কংগ্রেস প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু ও জন্মবার্ষিকী স্মরণে রাজ্যজুড়ে 'সংহতি পদযাত্রা' শুরু করেছে। পদযাত্রাটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, দলের সিদ্ধান্তের অংশ হিসেবে আমরা এই সংহতি পদযাত্রার আয়োজন করছি যা ৩১শে অক্টোবর থেকে রাজ্য জুড়ে অনুষ্ঠিত হচ্ছে।এই পদযাত্রাটি রাজ্যজুড়ে প্রেম ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য বলে তিনি যোগ করেছেন।

বিজেপি নেতৃত্বাধীন সরকারকে কটাক্ষ করে সুদীপ রায় বর্মণ বলেন, যখন থেকে বিজেপি কেন্দ্রের পাশাপাশি রাজ্যে ক্ষমতায় এসেছে আমরা দেখেছি মৌলবাদী শক্তির বৃদ্ধি ঘটছে, ঘৃণার বীজ বপন করছে এবং শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত করছে।

সুদীপ রায় বর্মণ আরও বলেন, আমরা আমাদের নেতা রাহুল গান্ধীর বলা একটি তত্ত্বে বিশ্বাস করি, 'মহব্বত কি দোকান', যা সকলের মধ্যে ভালবাসা ছড়িয়ে দেওয়া, যেকোনও ধরণের বৈষম্য থেকে দূরে থাকা এবং সবার সাথে সমান আচরণ করা। প্রসঙ্গত, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা এবং অন্যান্য বিশিষ্ট নেতারাও এদিনের পদযাত্রায় অংশ নেন।

You might also like!