দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরার ৬০৫টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রায় ৭১ শতাংশ গ্রাম পঞ্চায়েতে বিজেপি মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। বাকি যে আসনগুলি রয়েছে তাতেও নিশ্চিত জয় পাবে বিজেপি মনোনীত প্রার্থীরা। ওই সকল আসনগুলিতে আগামী ৮ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই নির্বাচনের আগে দলীয় কর্মী ও সমর্থকদের মন চাঙ্গা করতে তাঁদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য।
প্রধানমন্ত্রীর মোদী তেজস, রাজধানী ইত্যাদি এক্সপ্রেসের মাধ্যমে রাজ্যকে সরাসরি দিল্লির সঙ্গে যুক্ত করে দিয়েছেন। তাই-তো সাধারণ পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা দিল্লিকে টানছেন। অপপ্রচার করছেন কেন্দ্র এবং রাজ্যে আর কিছুদিনের মধ্যেই বিজেপি ক্ষমতা হারাচ্ছে, তাই ভোটে গণদেবতা যেন বিরোধীদের পক্ষে রায় দেন। তিনি কৌতুকচ্ছলে বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া লাগাতেই আজ পঞ্চায়েত নির্বাচনেও কেন্দ্রকে টানছে বিরোধীরা।
সোনামুড়া মহকুমার কাঁঠালিয়া ব্লকের অন্তর্গত রবীন্দ্রনগর কমিউনিটি হল-এ এক সাংগঠনিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথাগুলি বলেন। রাজীব ভট্টাচার্য বলেন, বিরোধীদের কাছে এখন আর কোনও ইস্যু নেই, তাই তাঁরা অপপ্রচার ছড়িয়ে ভোটারদের মন জয় করতে চাইছেন। কিন্তু এতে কোনও সফলতা আসবে না বিরোধীদের। কারণ মানুষ জানেন, একমাত্র মোদী সরকারই পারে সকলের সার্বিক বিকাশ সাধন করতে। এছাড়া যে সকল ব্যক্তি দলে থেকে দলের বিরুদ্ধে কাজ করছেন তাঁদের বিরুদ্ধেও দল সঠিক পদক্ষেপ নেবে বলে জানান তিনি।
এ সম্পর্কে জেলা সভাপতির কাছ থেকে সম্পূর্ণ রিপোর্ট পেয়ে তার পর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।
এদিন সাংগঠনিক বৈঠকে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রদেশ সম্পাদিকা মৌসুমী দাস, জেলা সভাপতি দেবব্রত ভট্টাচার্য, বিধায়ক বিন্দু দেবনাথ সহ জেলা মণ্ডল এবং বিভিন্ন ব্লকের ত্রিস্তরীয় পঞ্চায়েতের বিজেপি মনোনীত প্রার্থীরা।