দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- লাগাতার ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গোটা রাজ্য। ধলাই জেলায়ও মানুষ পর্যুদস্ত বন্যা পরিস্থিতির কবলে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবির খোলা হয়েছে। দেওয়া হচ্ছে বিভিন্ন সাহায্য। এবার বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সেবা প্রকল্প বা এনএসএস-এর ছাত্রছাত্রীরা।
জেলা সদর আমবাসার চান্দ্রাইপাড়া দ্বাদশ বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে আজ বৃহস্পতিবার ত্রাণের কাজে নামেন ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা। এদিন এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা আমবাসা টিআরটিসি পাড়া এলাকায় বন্যা ত্রাণের কাজ করেন। ওই এলাকায় কম করে কুড়িটি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাত্রছাত্রীরা আক্রান্ত পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রী, প্রাথমিক স্বাস্থ্য বিধির কিছু ওষুধপত্র এবং শিশুদের জন্য পুষ্টিকর খাবার তুলে দেন।