Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Tripura

9 months ago

Indusena Reddy Nallu:কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহারে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে এগিয়ে আসতে হবে : রাজ্যপাল

Indusena Reddy Nallu
Indusena Reddy Nallu

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহারে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে এগিয়ে আসতে হবে। উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে কৃষকগণ তাদের ফসল উৎপাদন অনেক বাড়াতে পারবেন বলেও রাজ্যপাল আশা প্রকাশ করেন।  লেম্বুছড়াস্থিত কৃষি মহাবিদ্যালয়ে ইন্ডিয়ান ফাইটোপ্যাথোলজিক্যাল সোসাইটির উত্তর পূর্বাঞ্চল আঞ্চলিক সম্মেলন এবং একাডেমি ফর অ্যাডভান্সমেন্ট অব এগ্রিকালচারেল সায়েন্সের জাতীয় সম্মেলনের উদ্বোধন করে রাজ্যপাল ইন্দুসেনা রেড্ডি নাল্লু একথা বলেন।

রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আরও বলেন, ভারতের অর্থনীতিতে ও সমাজে কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাই কৃষি ও কৃষকদের কল্যাণে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছেন। কৃষকদের আরও বেশি করে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ত্রিপুরার কৃষকদের মশলা এবং হলুদ জাতীয় কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে হবে। দু'দিনের সম্মেলনের সাফল্য কামনা করে রাজ্যপাল আশা প্রকাশ করেন কৃষি বিজ্ঞানীগণ তাদের গবেষণালব্ধ জ্ঞান কৃষি ও কৃষকদের কল্যাণে ব্যবহার করবেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিকেভি-র ভিসি প্রফেসর গৌতম সাহা, একাডেমি ফর অ্যাডভান্সমেন্ট অব এগ্রিকালচারেল সায়েন্সের সভাপতি প্রফেসর ধরণীধর পাত্রা, ইন্ডিয়ান ফাইটোপ্যাথোলজিক্যাল সোসাইটির সেক্রেটারি ড. কাজল কুমার বিশ্বাস, নাবার্ডের জিএম অনীল এস কোটমিরে প্রমুখ।


You might also like!