উদয়পুর (ত্রিপুরা), ৪ সেপ্টেম্বর : নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই ট্রিপার গাড়ি পড়েছে লুঙ্গায়। অল্পের জন্য প্রাণরক্ষা পেলেও গুরুতরভাবে জখম হয়েছেন চালক। তড়িঘড়ি উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে গোমতি জেলার টেপানিয়া হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল সাড়ে চারটা নাগাদ গণ্ডাছড়া মহকুমার থানারাইপাড়া সংলগ্ন এলাকায়।
জানা গেছে, অমরপুর থেকে ১৭৫৮ নম্বরের একটি ইট বোঝাই ট্রিপার গণ্ডাছড়া মহকুমার উদ্দেশ্যে রওয়ানা হয়। গাড়িতে চালক হিসাবে ছিলেন অমরপুর মহকুমার থালছড়ার বাসিন্দা বর্ণ জমাতিয়া। ছিলেন সহ-চালকও। ইট বোঝাই ট্রিপার গাড়িটি গণ্ডাছড়া মহকুমার অন্তর্গত থানারাই পাড়ার একটি আপ উঠতে গিয়ে আর উঠতে পারছিল না। দুর্ঘটনার আঁচ পেয়ে গাড়ির সহ-চালক গাড়ি থেকে লাফিয়ে পড়লেও চালক গাড়িতেই আটকে পড়েন।
নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই ট্রিপার গাড়িটি প্রায় ৫০ ফুট নীচে একটি লুঙ্গায় পড়ে যায়। এতে গুরতরভাবে আহত হন চালক বর্ণ জমাতিয়া। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত চালককে গণ্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান দমকল কর্মীরা। আহত চালকের অবস্থার অবনতি হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে জরুরি ভিত্তিতে গোমতি জেলার টেপানিয়া হাসপাতালে পাঠান গণ্ডাছড়া মহকুমা হাসপাতালের চিকিৎসকরা।