Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Travel

2 years ago

Golden Beach:পুরীর অদূরেই নতুন 'গোল্ডেন বিচ' - সেজে উঠেছে নতুন সাজে

The new 'Golden Beach' near Puri has been decorated with a new look
The new 'Golden Beach' near Puri has been decorated with a new look

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   প্রবল ভিড় পুরীতে। তাই মন চাইছে পুরী যাবো কিন্তু একটু নিরালায় নৈঃশব্দের মধ্যে। তাহলে ঘুরে আসুন একদম নতুন ভার্জিন অফবিট সমুদ্র সৈকত 'গোল্ডেন বিচ'। আমরা জানি, বাঙালির সবচেয়ে পছন্দের বেড়ানোর জায়গা পুরী। শীত-গ্রীষ্ম-বর্ষা বারোমাসই এখানে বেড়াতে আসেন সকলে। সেকারণে পুরীর সৈকত সবসময় থাকে জনবহুল। অনেকেই এখন হয়তো পুরীতে রয়েছেন। বা পুরীতে যাওয়ার পরিকল্পনা করছেন। এখন তো আবার 'বন্দে ভারত এক্সপ্রেস' হয়ে গিয়েছে। সাত ঘণ্টার মধ্যে পুরী পৌঁছে যাওয়া যাচ্ছে। অনেক সুবিধা। একটু পরিচ্ছন্ন সৈকতে যদি পুরীতে সময় কাটাতে চাল তাহলে চলে আসুন গোল্টেন বিচ বা সৈকতে। পুরীর কাছেই রয়েছে সেই জায়গা। ওডিশা সরকার আলাদা করে সেই সৈকতটির রক্ষণাবক্ষণ করছে। ইতিমধ্যে পরিচ্ছন্নতার জন্য এই সৈকতটি বিশেষ পুরস্কারও পেয়েছে।

 এই গোল্ডেন বিচের সামনে গিয়ে মেরিন ড্রাইভের মতো রাস্তা তৈরি করা হয়েছে। সেখানে সকালে এবং বিকেলে হাঁটতে বেশ লাগবে। সন্ধে হলেই আলো জ্বলে যায়। সূর্যাস্ত এখান থেকে দেখতে অসাধারণ লাগে। এখানে বিকেল কাটালে মন্দ লাগবে না।

যাওয়া - পুরীর স্বর্গদ্বার থেকেই টোটো ভাড়া করে পৌঁছে যেতে পারেন এই গোল্ডেন বিচে। যেখানকার সমুদ্র সৈকত একেবারে পরিচ্ছন্ন। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়েছে। এখানে প্রবেশ মূল্য রয়েছে। ২০ টাকা জন প্রতি টিকিট লাগে। যদি স্নান করতে চান সমুদ্রে তাহলে ৫০ টাকা দিতে হবে চেঞ্জিং রুমের জন্য। আর চেয়ার-ছাতা করে বসার জায়গা রয়েছে। সেখানে ঘণ্টা হিসেবে আলাদা করে টাকা নেওয়া হয়।


You might also like!