Technology

7 months ago

Samsung Galaxy A25 5G এর লঞ্চ ডেট, দাম এবং স্পেসিফিকেশন

Samsung Galaxy A25 5G
Samsung Galaxy A25 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক ব্র্যান্ড Samsung বর্তমানে Galaxy A25 5G স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এটি Galaxy A24 মডেলের উত্তরসূরী হিসাবে শীঘ্রই আত্মপ্রকাশ করতে পারে। গত সপ্তাহে উক্ত মডেলটির রেন্ডার প্রকাশ্যে আসে। যার দরুন এর ক্যামেরা সংক্রান্ত তথ্য ফাঁস হয়ে যায়। আবার FCC, BIS -এর মতো একাধিক সার্টিফিকেশন পোর্টাল থেকেও ডিভাইসটি ইতিমধ্যেই অনুমোদন জোগাড় করেছে। আবার আজ Samsung Galaxy A25 5G স্মার্টফোন TUV Rheinland সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হল। আলোচ্য সাইটের লিস্টিং, হ্যান্ডসেটটির চার্জিং ক্যাপাসিটি নিশ্চিত করেছে।

Samsung Galaxy A25 5G এর লঞ্চ ডেট, দাম এবং সেল ডেট 

উইন ফিউচারের রিপোর্ট অনুযায়ী আগামী 7 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বরের মধ্যে সুইজারল্যান্ডে এই ফোনের সেল শুরু হবে।

Samsung Galaxy A25 5G ফোনের দাম 279 সুইস ফ্র্যাংক অর্থাৎ প্রায় 26,315 টাকা রাখা হতে পারে।

জার্মানিতে এই ফোনটি 269 থেকে 289 ইউরোর মধ্যে অর্থাৎ প্রায় 24,563 টাকা থেকে 26,390 টাকার মধ্যে সেল করা হতে পারে।

এখনও পর্যন্ত এই ফোনের ভারতীয় লঞ্চ টাইমলাইন এবং দাম সম্পর্কে জানা যায়নি। তবে কোম্পানির পক্ষ থেকে খুব তাড়াতাড়ি এই ফোনের গ্লোবাল এবং ভারতীয় লঞ্চ সম্পর্কে ঘোষণা করা হবে বলে আশা করা

Samsung Galaxy A25 5G এর  স্পেসিফিকেশন

ডিসপ্লে: Samsung Galaxy A25 5G ফোনে 6.5-ইঞ্চির FHD+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেট এবং 1000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।

প্রসেসর: এই ফোনে Exynos 1280 চিপসেট যোগ করা হতে পারে।

স্টোরেজ: এই ফোনটি 6GB ও 8GB RAM এর সঙ্গে 128GB ও 256GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হতে পারে। মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে এই ফোনের মেমরি 1TB পর্যন্ত বাড়ানোর সুবিধা পাওয়া যেতে পারে।

ক্যামেরা: Galaxy A25 5G ফোনে OIS সাপোর্টেড ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এতে 50MP প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স থাকবে বলে জানা গেছে। এছাড়া সেলফির জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

ব্যাটারি: এই ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি থাকতে পারে।

অন্যান্য: কোম্পানির পক্ষ থেকে এই ফোনে চার বছরের ওএস এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হতে পারে। এই ফোনে স্যামসাঙ নক্স সিকিউরিটি এবং স্যামসাঙ পের সুবিধা যোগ করা হতে পারে।

ওজন এবং ডায়মেনশন: Samsung Galaxy A25 5G ফোনের ওজন 197 গ্রাম এবং ডায়মেনশন 161.0 x 76.5 x 8.3 এমএম হবে বলে জানা গেছে।


You might also like!