দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতেও লঞ্চ হতে চলেছে নাথিং ফোন ২এ প্লাস (Nothing Phone 2a Plus) মডেল। এই ফোন সম্পর্কে কিছু তথ্য ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। চলুন দেখে নেওয়া যাক নাথিং ফোন ২এ প্লাস ফোনে কী কী স্পেসিফিকেশন থাকতে পারে। ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ও ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে নাথিং ফোন ২এ প্লাস মডেল ভারতে এবং গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে। কালো এবং ধূসর রঙে নাথিং ফোন ২এ প্লাস মডেল লঞ্চের কথা শোনা গিয়েছে। মূলত নাথিং ২এ (Nothing Phone 2a) ফোনের একটি আপগ্রেডেড এবং আপডেটেড মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে নাথিং ফোন ২এ প্লাস মডেল। আগামী ৩১ জুলাই এই ফোন লঞ্চ হবে ভারতে এবং গ্লোবাল মার্কেটে। কিছু ফিচার, স্পেসিফিকেশন এবং ডিজাইনে নাথিং ফোন ২এ- এর সঙ্গে মিল থাকবে নাথিং ফোন ২এ প্লাস মডেলের। তবে বেশ কিছু ফিচার আপডেট হবে।
আপকামিং Nothing Phone (2a) Plus স্মার্টফোনটি সম্পর্কে কোম্পানির ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তথ্য শেয়ার করেছে।
নীচে দেওয়া পোস্ট অনুযায়ী এই ফোনে MediaTek Dimensity 7350 Pro চিপসেট দেওয়া হবে।
কোম্পানির বক্তব্য অনুযায়ী এই চিপসেট সবমিলিয়ে 8 কোর সহ 3.0 গীগাহার্টস ক্লক স্পীড সহ সাপোর্ট করে। এই নাথিং ফোন (2a) থেকে 10 শতাংশ বেশি শক্তিশালী।
কোম্পানি এই নতুন চিপসেটে 1.3 গীগাহার্টস সহ মালী-জি610 এমসি4 জিপিইউ যোগ করেছে।
Nothing Phone (2a) Plus স্মার্টফোনে দুর্দান্ত স্পীড এবং স্মুথ এক্সপিরিয়েন্সের জন্য 12জিবি র্যাম দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনে 8জিবি র্যাম বুস্টার ফিচারের সাহায্যে 20জিবি পর্যন্ত স্টোরেজ ক্ষমতা পাওয়া যাবে।