Technology

4 months ago

iQOO Z9 Lite 5G: মাত্র 9999 টাকার শুরুর দামে লঞ্চ হল নতুন আইকিউ 5G ফোন

iQOO Z9 Lite 5G
iQOO Z9 Lite 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আইকিউ তার জেড9 সিরিজের আওতায় নতুন এবং সস্তা 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এটি iQOO Z9 Lite 5G নামে ভারতের বাজারে আনা হয়েছে। কম দামের আইকিউ জেড9 লাইট 5G ফোনটি স্পেসিফিকেশন এবং ফিচার দিক থেকে বেশ পাওয়ারফুল। স্পেক্সের কথা বললে, এতে 50MP রিয়ার ক্যামেরা, 12GB পর্যন্ত RAM, মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট পাওয়া যাবে। আসুন নতুন আইকিউ ফোনের সম্পর্কে সমস্ত কিছু জেনে নেওয়া যাক।

iQOO Z9 Lite 5G ফোনের দাম সেল

ভারতে iQOO Z9 Lite 5G ফোনটি 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের দাম রাখা হয়েছে 9,999 টাকা। এই ফোনটি এক্কা ফ্লো (ব্লু) এবং মেচা ব্রাউন কালারে সেল করা হবে। আগামী 20 জুলাই দুপুর 12টা থেকে শপিং সাইট আমাজনের মাধ্যমে এই ফোনটির সেল শুরু করা হবে। এছাড়া লঞ্চ অফার হিসাবে ফোনটির দামে 500 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

iQOO Z9 Lite 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: iQOO Z9 Lite 5G ফোনে 6.56 ইঞ্চির আলট্রা ব্রাইট ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে হাই রেজোলিউশন, 840 নিট ব্রাইটনেস এবং 90Hz রিফ্রেশরেট রয়েছে।

চিপসেট: এই ফোনে 2.4GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর যোগ করা হয়েছে। জানিয়ে রাখি আনটুটু সাইটে এই অক্টাকোর প্রসেসর 414,564 স্কোর পেয়েছে।

স্টোরেজ: iQOO Z9 Lite 5G ফোনে 6GB RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটি 6GB extended RAM এবং 1TB মেমরি কার্ড সাপোর্ট করে। অর্থাৎ এই ফোনে মোট 12GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 50 মেগাপিক্সেল AI প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল বোকে লেন্স যোগ করা হয়েছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Z9 Lite 5G ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে।

অন্যান্য: এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং, ডুয়েল সিম 5G, ওয়াইফাই ও ব্লুটুথের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার যোগ করা হয়েছে।

ওএস: iQOO Z9 Lite 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ফ্যান টাচ ওএস 14 সহ পেশ করা হয়েছে। এই ফোনে 2 বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

You might also like!