দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী 23 নভেম্বর এই সিরিজের অধীনে Honor 100 এবং Honor 100 Pro নামের দুটি মডেল লঞ্চ করা হবে। জানিয়ে রাখি কিছু দিন আগেই কোম্পানি এই ফোন সম্পর্কে ঘোষণা করে টিজার জারি করেছিল। এবার টিপস্টার এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছেন। চলুন দেখে নেওয়া যাক সেই তথ্য।
Honor 100 এবং Honor 100 Pro ফোনে কার্ভ এজ সহ OLED প্যানেল থাকবে। Honor 100 ফোনে পাঞ্চ হোল কাটআউট দেওয়া হবে এবং অন্যদিকে সিরিজের প্রো মডেলে পিল শেপ কাটআউট দেখা যাবে। সিরিজের ভ্যানিলা মডেলে সার্কুলার ক্যামেরা মডিউল থাকবে। তবে প্রো মডেলে ডিম্বাকার ক্যামেরা মডিউল দেওয়া হবে। দুটি ফোনের ক্যামেরা মডিউলেই LED ফ্ল্যাশ থাকবে। এছাড়া ব্যাক প্যানেলে নিচের দিকে ব্র্যান্ডিং দেখা যাবে।
Honor 100 সিরিজের স্পেসিফিকেশন
ডিসপ্লে: Honor 100 এবং Honor 100 Pro ফোনে OLED প্যানেল দেওয়া হতে পারে। এতে 1.5K রেজলিউশন এবং 3840Hz PWM আই প্রোটেকশন ডিমিং সাপোর্ট থাকতে পারে।
প্রসেসর: Honor 100 ফোনে পারফরমেন্সের জন্য স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট থাকতে পারে এবং অন্যদিকে প্রো মডেলে স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর যোগ করা হতে পারে।
ব্যাটারি: Honor 100 এবং Honor 100 Pro ফোনে 100W সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
ক্যামেরা: Honor 100 এবং Honor 100 Pro ফোনে OIS সাপোর্টেড 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2x জুম সহ টেলিফটো লেন্স থাকতে পারে।
অন্যান্য: উভয় ফোনে 5জি, 4জি এলটিই, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হবে।