দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আইডেন্টি প্রুফ হিসেবে আধারের ব্যবহার বর্তমানে বহুল প্রচলিত। আধার কার্ড হল UIDAI দ্বারা প্রদত্ত একটি অনন্য নথি যা দেশের প্রতিটি নাগরিককে একটি ১২-সংখ্যার সনাক্তকরণ নম্বর প্রদান করে। আজকের দিনে সকলের কাছেই আধার কার্ড থাকা আবশ্যক। স্কুল, কলেজ থেকে সরকারি ও বেসরকারি কর্মক্ষেত্রে কিংবা হাসপাতাল, শেয়ার বাজার, মিউচ্যুয়াল ফান্ড,ব্যাঙ্ক সহ নানান নিত্যপ্রয়োজনীয় ক্ষেত্রে এই নথির ব্যবহার জরুরি।
সরকারি হোক বা অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবার আবেদনে আধার কার্ড একান্ত প্রয়োজনীয়। তবে এই কার্ড তৈরি করার সময় অনেকক্ষেত্রেই ভুল হয়ে যায়। কখনই এটি ইচ্ছাকৃত ভুল নয়। তাই UIDAI আপনাকে তা আপডেট করার সুযোগ দেবে। তাই আপনি ভুল তথ্য অনায়াসে সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন।আজকের প্রতিবেদনে রইল আধার কার্ডধারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। অনেকের মনেই একটা প্রশ্ন আসে যে, একজন কতবার আধার কার্ডে নিজের ঠিকানা পরিবর্তন করতে পারেন?
আধার কার্ডে একজন ব্যক্তির ঠিকানা আপডেট করার ক্ষেত্রে কোনও সীমা নেই। আপনি যতবার প্রয়োজন ততবার ঠিকানা বদল করতে পারেন।
আধার কার্ডে প্রদত্ত তথ্য ভুল হলে তৎক্ষণাৎ নিকটতম আধার পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করতে হবে। সেখানে, একটি আপডেট ফর্ম নিয়ে, তা পূরণ করতে হবে। সেই ফর্মে ঠিকানা পরিবর্তন করতে চান বলে উল্লেখ করতে হবে। ফর্মটি জমা দেওয়ার পরে, আবেদনকারীর বায়োমেট্রিক যাচাই হবে। তারপরে আবেদনকারীর ঠিকানা আপডেট করার অনুরোধটি প্রক্রিয়াজাত করা হবে। আবেদনকারী যে ঠিকানা আধারে সংযুক্ত করতে চান সেই ঠিকানার নামে আবেদনকারীর নামে বিদ্যুৎ বিল, ব্যাঙ্ক স্টেটমেন্ট, রেশন কার্ড, পাসপোর্ট, অথবা বাড়ির রেজিস্ট্রি থাকতে হবে। অন্যান্য যেকোনো তথ্য ঠিক করতে উপরিউক্ত পদ্ধতিতে সহায়ক নথির সহযোগে তা সম্পন্ন করতে হবে।