Breaking News
 
PM Narendra Modi:রামমন্দির চত্বর থেকে ঐতিহাসিক অঙ্গীকার: মোদীর মুখে 'রামরাজ্য' ও 'বিকশিত ভারত'— গণতন্ত্রের জননী ভারত 5000 crore investment proposal in Jangalmahal:জঙ্গলমহলের জেলায় ৫,৫০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব! ডিসেম্বরে শিল্প সম্মেলনের আগে রাজ্যের জন্য বড় সাফল্য, কর্মসংস্থানকে অগ্রাধিকার Election Commission sends letter to Mamata Banerjee : মমতাকে কমিশনের চিঠি— তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে সম্মত! দীর্ঘ টালবাহানার পর মিলল সবুজ সংকেত Suvendu Adhikari : পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ! পুলিশ আধিকারিকদের ভাষণের ভিডিয়ো পাঠিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী Mamata Banerjee: মাঝপথে বাতিল হেলিকপ্টার! মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে সময় বিভ্রাট— বনগাঁ রওনা হলেন সড়কপথে, পিছিয়ে গেল জোড়া সভার সময় Modi : 'ধ্বনি কম, প্রতিধ্বনি বেশি'! আসন্ন ভোটে বঙ্গে মোদীর জনসভার সংখ্যা কমাচ্ছে বিজেপি, মেজেই ব্যবহার করা হবে সর্বোচ্চ নেতাকে

 

Technology

2 years ago

সস্তা স্মার্টফোন Vivo Y12, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Vivo Y12
Vivo Y12

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চীনে কোম্পানির Y-সিরিজের অধীনে Vivo Y12 ফোনটি লঞ্চ করেছে। এই কম দামের ফোনে মিডিয়াটেক হেলিও জি85 চিপসেট, 6GB RAM + 6GB extended RAM, ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 5000mAh ব্যাটারির মতো বেশ কিছু উল্লেখযোগ্য ফিচার রয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Vivo Y12 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo Y12 ফোনে 6.56 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 1612 × 720 পিক্সেল রেজোলিউশন, 60Hz রিফ্রেশরেট, 1500:1 কন্ট্রাস্ট রেশিও, 20.1:1 আসপেক্ট রেশিও, 90% স্ক্রিন টু বডি রেশিও এবং ওয়াটার ড্রপ নচ রয়েছে।

প্রসেসর: এই ফোনে 2 × 2.0GHz + 6 × 1.8GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি85 চিপসেট দেওয়া হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য মালী-G52 GPU যোগ করা হয়েছে।

স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 6GB LPDDR4X RAM + 6GB extended RAM সহ 128GB eMMC 5.1 ইন্টারনাল রয়েছে। এছাড়া মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে ফোনটির মেমরি 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: Vivo Y12 ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে LED ফ্ল্যাশের সঙ্গে f/2.2 অ্যাপার্চারযুক্ত 13MP প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 15W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

সিকিউরিটি: এতে সিকিউরিটি ফিচার হিসাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচার রয়েছে।

ওজন এবং ডায়মেনশন: Vivo ফোনটির ডায়মেনশন 163.74 × 75.43 × 8.09 এমএম এবং ওজন 186 গ্রাম।

কানেক্টিভিটি: এই ফোনে ডুয়েল সিম, 4জি, ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস, গ্লোনাস, 3.5 অডিও জ্যাকের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার যোগ করা হয়েছে।

ওএস: Vivo Y12 ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং অরিজিন ওএস 3.0 তে কাজ করে।


You might also like!