Technology

10 months ago

RunR HS EV:এক চার্জেই ছুটবে 110 কিমি, আকর্ষণীয় ফিচার প্যাকড সম্পন্ন বৈদ্যুতিন স্কুটার বাজারে এল

RunR HS EV
RunR HS EV

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবর্তমানে গোটা বিশ্বে বাজার করেছে বিভিন্ন নামি দামি সংস্থার বিদ্যুৎ চালিত গাড়ি এবং স্কুটার। সেই দিক থেকে পিছিয়ে নেই ভারতও। ইতিমধ্যেই ভারতে বিভিন্ন সংস্থা নিয়ে এসেছে তাদের ব্যাটারি চালিত স্কুটার। বর্তমানে পরিবেশ দূষণ গোটা বিশ্বের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ যত দিন যাচ্ছে যানবাহনের সংখ্যা বাড়তে থাকছে যার ফলে পরিবেশ দূষণ মাত্রা ছাড়িয়েছে রীতিমতো।সেদিকে নজর রেখে টাটা মোটরস, মারুতির মতো ভারতীয় সংস্থা বিদ্যুৎ চালিত গাড়ি নির্মাণের উপর জোর দিয়েছে। তাছাড়া বাজার চেয়ে রয়েছে বিভিন্ন ব্যাটারি চালিত স্কুটার। ঠিক সেই রকমই এক ব্যাটারি চালিত স্কুটার নির্মাণকারী সংস্থা হলো RunR Mobility।

কালার স্কিম ও ব্যাটারি

মোট পাঁচটি রঙে কিনতে পাওয়া যাবে রানার এইচএস ইভি – হোয়াইট, ব্ল্যাক, গ্রে, রেড এবং গ্রিন।  এর মধ্যে রয়েছে ৬০ ভোল্ট ৪০ অ্যাম্পিয়ার আওয়ার এর লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক, যার চারপাশে লিকুইড কুলিংয়ের জন্য তার জড়ানো রয়েছে। এছাড়াও এর সঙ্গে যুক্ত থাকছে Artcan নির্ভর ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম।

RunR HS EV – রেঞ্জ ও টপ স্পিড

রানার মবিলিটির বিবৃতি অনুযায়ী সম্পূর্ণ চার্জে বৈদ্যুতিক স্কুটারটি প্রায় ১১০ কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে সক্ষম। একে এগিয়ে চলার শক্তি সরবরাহ করে ১.৫ কিলোওয়াট আওয়ারের ব্রাশলেস ডিসি মোটর। এইচএস ইভি ঘন্টা প্রতি সর্বোচ্চ ৭০ কিলোমিটার স্পিড তুলতে পারবে।

RunR HS EV – ফিচার

ডিজাইনেও যথেষ্ট নজর কেড়েছে এই ইলেকট্রিক স্কুটার। নিও-রেট্রো ডিজাইন অনুসরণ করে স্কুটারটির সামনের দিকে হেডল্যাম্প ইউনিটের মধ্যে সরু টিউবের মতো অংশ দেখতে পাওয়া যায়। পিছনে রয়েছে এলইডি টেল ল্যাম্প। সামনের অ্যাপ্রনের গায়েই টার্ন ইন্ডিকেটর সংযুক্ত রয়েছে। সিঙ্গেল পিস ফ্ল্যাট সিটের সঙ্গে পিছনে একটি সাধারণ পিলিয়ন গ্র্যাবরেল বিদ্যমান।

এছাড়াও স্কুটারের সঙ্গে অ্যালয় হুইল যুক্ত করা রয়েছে। অন্যান্য বৈশিষ্ট্যের কথা বলতে গেলে এইচ এস ইভি তে রাইডারকে বিভিন্ন রকম প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার জন্য ডিজিটাল স্ক্রিন দেওয়া হয়েছে। অ্যান্টি থেফ্ট, ভেইকেল লোকেটর, রিমোট ফ্লিট ম্যানেজমেন্ট সহ OTA আপডেট দেওয়ারও ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে সংস্থা।

রানার মবিলিটির প্রতিষ্ঠাতা শেতুল শাহ নতুন বৈদ্যুতিক স্কুটারের লঞ্চ প্রসঙ্গে বলেন, “ব্যাটারি চালিত স্কুটারের জগতে HS EV লঞ্চ করে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে RunR। সহজতর ভাবে এবং স্বল্প খরচে কোনোরকম কার্বন নির্গমন না করেই যে নতুন এবং দীর্ঘমেয়াদী পন্থা আমরা চালু করতে পেরেছি তার জন্য ভবিষ্যতে পরিবেশ দূষণ কম হবে। চোখ ধাঁধানো পারফরম্যান্স, নজরকাড়া ডিজাইন এবং অত্যাধুনিক ফিচারের উপর ভিত্তি করেই তৈরি HS EV আগামী দিনে ইলেকট্রিক ভেহিকেলের জগতে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে বলেই আমাদের বিশ্বাস।”

You might also like!