Life Style News

2 days ago

Solar Eclipse 2025: সূর্যগ্রহণের দিন কী কী কাজ অশুভ লক্ষণ? জেনে নিন বিস্তারিত

Solar Eclipse 2025
Solar Eclipse 2025

 

দূরন্ত বার্তাডিজিটাল ডেস্ক: ভারতীয় জ্যোতিষ শাস্ত্রের অধ্যায়ে গ্রহণের মূল্য অসীম। বিশেষ করে সূর্যগ্রহণ। মানব শরীরে ও মনে এই গ্রহণের ব্যাপক প্রভাব পড়ে। চলতি বছর ২৯শে মার্চ অত্যন্ত বিশেষ দিন। এদিনেই ঘটবে বছরের প্রথম সূর্যগ্রহণ। আর এদিনেই পড়েছে চৈত্র অমাবস্যা। এই দিন পূর্বপুরুষদের খুশি করার অত্যন্ত শুভ একটি দিন। এই দিন শনিদেবের পুজো করলে আপনার জীবনের সফলতা লেগে থাকবে। সেই সঙ্গে করতে হবে মহাদেবেরও পুজো। এসময় ভুলেও নিম্নলিখিত কাজগুলি করবেননা। 

 ১) প্রাণীদের হয়রানি করবেননা- চৈত্র অমাবস্যায় এমন কিছু নিয়ম আছে, সেগুলি মেনে চলতে হবে। যেমন, কোন প্রাণীকে কখনোই হয়রানি করবেন না। বিশেষ করে গরু, কুকুর, কাকের কোনও ক্ষতি করবেন না। এতে শনিদেব রেগে যাবেন। এতে আপনার জীবনেও নানান সমস্যা আসবে।

২) এদের অপমান করবেননা - এই দিনে বাবা, মা প্রবীন বা কোনও মহিলাকে অপমান করবেন না। এতে শনিদেব তুষ্ট হবেন এবং আপনার জীবনে আর্থিক সঙ্কট দেখা দেবে। সেই সঙ্গে আপনার জীবনে নানান সমস্যা আসবে। অর্থহানি পর্যন্ত হতে পারে।

৩) চুল, নখ, দাড়ি কাটবেননা - শনি অমাসব্যায় চুল, নখ, দাড়ি কাটবেন না। এটি খুব অশুভ। এটি করলে জীবনে চলার পথে নানান বাঁধার সৃষ্টি করবে। কোনও কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেননা।

৪) আমিষ খাবেননা - এই বিশেষ দিনে মাংস ও মদ খাবেননা। আমিষ খাবার খেলে আপনার জীবনে সমস্যা হবে। শনিদেব রেগে যেতে পারেন। আর শনিদেবের ক্রোধের কারণে আপনার জীবন ছারখার হয়ে যাবে।

You might also like!