Life Style News

1 year ago

Organic Kajal Making: টানা টানা চোখের যত্ন নিন, ১০০% প্রাকৃতিক উপায়ে ঘরেই বানান অর্গানিক কাজল

Organic Kajal Making
Organic Kajal Making

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কাজল ছাড়া যেন সাজটাই বৃথা। আজকাল হরেক কিসিমের স্মাজ প্রুফ কাজল পাওয়া যায় বাজারে, কিন্তু সেসবের দামও বেজায়। আর চোখের জন্য সবসময় যে সেসব ভাল তা কিন্তু নয়।বাড়িতেই খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে ফেলতে পারেন ড্ৰাই কাজল। ১০০% প্রাকৃতিক এই কাজলের কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

কীভাবে বানাবেন?

গোটা পাঁচেক আমন্ড বাদাম ভাল করে পুড়িয়ে নিন গ্যাসে। এরপর পোড়া আমন্ড এর উপর কয়েক ফোঁটা আমন্ড অয়েল দিয়ে ভাল করে গুঁড়ো করে নিন। ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল অর্গানিক ড্ৰাই কাজল।

You might also like!