দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বছর শেষে শীত জাঁকিয়ে পড়তেই চামড়ায় টান ধরছে,শুষ্ক ত্বকের জন্য অস্বস্তি লাগছে,এই সমস্যা থেকে মুক্তি কয়েকটি নিয়ম মেনে চললে। তবে জেনে নিন নিয়মগুলি-
১) অনেকেই গ্লিসারিন যুক্ত সাবান মেখে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন, তবে এই ক্ষার যুক্ত সাবান ত্বকের প্রাকৃতিক তেল শুষে নেয়,তাই এটি ব্যবহার করলে মশ্চেরাইজার দেওয়া উচিৎ।
২) এখনও বহু মানুষ শীতকালে সর্ষের তেল মাখেন, এক্ষেত্রে বাদাম তেল,সর্ষের তেল ব্যবহার করা ভালো। অনেকে সর্ষের তেল ব্যবহারে অনীহা প্রকাশ করেন তাঁরা অ্যালোভেরা জেল ব্যবহার করতেই পারেন।
৩) কাঁচা দুধে সামুদ্রিক লবণ মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করলেও এই সমস্যা দূর হয়।
৪) শীতকালে ঠোঁট ফাটার সমস্যায় ভোগেন অনেকেই। তাই ঠোঁটের যত্ন নিতে পেট্রোলিয়াম জেলির জুড়ি মেলা ভার।
৫) শুষ্ক ত্বকের জন্য মধু খুব উপকারী। মধু ত্বকের জেল্লা বাড়ায়। সেই সঙ্গে শুষ্ক ত্বক থেকে মুক্তি দেয়।
প্রত্যহ নিয়মগুলি মেনে চললে উপকার নিশ্চিত। অধিক সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন।