kolkata

5 days ago

Anti-Waqf Bill Protests: ওয়াকফ আইনের বিরুদ্ধে মৌলালিতে প্রতিবাদ কর্মসূচির জেরে যানজট

Traffic jam in central Kolkata (Symbolic picture)
Traffic jam in central Kolkata (Symbolic picture)

 

কলকাতা, ১০ এপ্রিল : ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বৃহস্পতিবার মৌলালিতে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় জমিয়তে উলামায়ে হিন্দ। তার জেরে এদিন সকাল থেকেই যানজট ছড়ায় কলকাতার বেশ কিছু রাস্তায়। সবচেয়ে বেশি প্রভাব পড়ে মধ্য কলকাতায়। এই কর্মসূচির কারণে যানজট তৈরি হয় পার্ক সার্কাস, মৌলালি, লেনিন সরণি, এজেসি বোস রোড ফ্লাইওভারে। মল্লিকবাজারমুখী সব রাস্তা, এমনকি পার্ক সার্কাসমুখী মা ফ্লাইওভারেও যান চলাচল খুব ধীর হয়ে যায়। ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়, কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় সিআইটি রোড। কলকাতা পুলিশ সূত্রে জানা যায়, নয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি মিছিল যায় মৌলালির রামলীলা ময়দান পর্যন্ত। সেই কর্মসূচিতে যোগ দিতে আয়োজক সংগঠনের বহু সদস্য উপস্থিত হন। বাইরে থেকে বহু গাড়ি ঢোকে শহরে। ফলে মধ্য কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে মন্থর হয়ে যায় যান চলাচলের গতি।

You might also like!