kolkata

1 year ago

TMC new poster in Kolkata : '‌পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ'‌, মমতা–অভিষেকের ছবি দিয়ে তৃণমূলের নয়া পোস্টার কলকাতায়

TMC new poster in Kolkata
TMC new poster in Kolkata

 

কলকাতা, ২১ আগস্ট : নতুন পোস্টার প্রকাশ করে তৃণমূলের দলের মধ্যে সমন্বয়ের বার্তা ! আপাতত এমনটাই মনে হচ্ছে । কারন রবিবার কলকাতা শহরে পড়ল তৃণমূলের নতুন পোস্টার । এবার ছবিতে রয়েছেন মমতা–অভিষেকের মুখ। আর সেখানে মোটা হরফে লেখা, ‘পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ।’ নয়া এই পোস্টার দিয়েছে বাংলা সিটিজেন্স ফোরাম। ছেয়ে গিয়েছে পূর্ব কলকাতায়। সম্প্রতি দক্ষিণ কলকাতা জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি–সহ পোস্টার পড়েছিল। যেখানে লেখা ছিল, ‘আগামী ছয় মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। ঠিক যেমন সাধারণ মানুষ চায়।’ তা নিয়ে বেশ জলঘোলা শুরু হয় রাজ্য–রাজনীতিতে। যদিও সেই পোস্টার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাঁটানো হয়নি বলেই দাবি। পোস্টারগুলি লাগিয়েছিল আশ্রিতা এবং কলরব নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এরই মধ্যে রবিবার নতুন পোস্টার পড়ল শহর কলকাতায়। তবে এবার ছবিতে রয়েছেন মমতা–অভিষেকের মুখ। আর সেখানে মোটা হরফে লেখা, ‘পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ।’ নয়া এই পোস্টার দিয়েছে বাংলা সিটিজেন্স ফোরাম। ছেয়ে গিয়েছে পূর্ব কলকাতায়। অভিষেকের ছবি দিয়ে যে পোস্টার পড়েছিল তাতে বিস্তর গুঞ্জন শুরু হয়েছিল। পুরনো নেতারা বুঝি ব্রাত্য হয়ে যাবেন এমন আলোচনাও শুরু হয়। এমনকী অভিষেকের একার ছবি–সহ যে পোস্টার পড়েছিল, তা নিয়ে বিরোধীদের সমালোচনা উড়ে এসেছিল তৃণমূল কংগ্রেসের দিকে। সেটাকে কমব্যাট করতেই এই নয়া পোস্টার বলে মনে করা হচ্ছে। যদিও এই নিয়ে কোনও মন্তব্য অভিষেক বা মমতা বন্দ্যোপাধ্যায় করেননি।

You might also like!