kolkata

1 month ago

Weather forecast of Bengal: তিলোত্তমার তাপমাত্রা নিম্নমুখীই, বৃষ্টির সৌজন্যে মনোরম আবহাওয়া দক্ষিণবঙ্গে

Weather forecast of Bengal (File Picture)
Weather forecast of Bengal (File Picture)

 

কলকাতা, ২১ মার্চ: অবশেষে সূর্যের দেখা মিলল বৃহস্পতিবার সকালে, তবে মাঝেমধ্যে মেঘের আড়ালেও চলে যেতে দেখা গিয়েছে সূর্যকে। বৃষ্টি থেমেছে, রোদের দেখা মিলেছে। শুক্রবার এই আবহাওয়ায় ঘুম ভাঙল কলকাতাবাসীর। বৃষ্টির সৌজন্যে তাপমাত্রার পারদও নিম্নমুখী, মনোরম আবহাওয়া উপভোগ করছেন দক্ষিণবঙ্গের মানুষজন। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম।

উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আপাতত আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার এই পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা তো রয়েইছে। পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার দু’-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

You might also like!