kolkata

1 week ago

Firhad Hakim: প্রতিবেশি রাজ্য থেকে আসা আগ্নেয়াস্ত্রেই তৎপর বাংলার দুষ্কৃতিরা, দাবি ফিরহাদের

Firhad Hakim
Firhad Hakim

 

কলকাতা : “বিহারের মুঙ্গের, অসম, ঝাড়খণ্ড থেকে (আগ্নেয়াস্ত্র) আসছে।” কলকাতায় সশস্ত্র দুষ্কৃতিদের সক্রিয়তা নিয়ে  এই সাফাই গাইলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

পার্ক স্ট্রিট থানা এলাকার পাশাপাশি বেলঘরিয়াতেও এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। মালদাতেও গভীর রাতে বাড়িতে ঢুকে এক ব্যবসায়ীকে গুলির অভিযোগ উঠেছে। একের পর এক গুলি চালানোর অভিযোগ যখন উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, তখন ফিরহাদ হাকিমের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

সংবাদমাধ্যমের কাছে ফিরহাদের বক্তব্য, ‘মুখ্যমন্ত্রী পুলিশকে বার বার করে বলেছেন সব আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করার জন্য। কিন্তু ব্যাপারটা হল পশ্চিমবঙ্গের চারদিকে বর্ডার রয়েছে। বিহারের মুঙ্গের, অসম, ঝাড়খণ্ড থেকে (আগ্নেয়াস্ত্র) আসছে। বর্ডারগুলিকে সিল করে সার্চ অপারেশনের জন্য মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পুলিশকে নির্দেশ দিয়েছেন।’ অর্থাৎ, ভিন রাজ্য থেকেই যে পুলিশের নজর এড়িয়ে বাংলায় আগ্নেয়াস্ত্র ঢুকছে, সেটাই বুঝিয়ে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি ভিনরাজ্যের সীমানাগুলিতে আরও সতর্কতা অবলম্বনের প্রয়োজন, সেটাও মনে করছেন তিনি।

You might also like!