kolkata

11 hours ago

Sukanta Majumdar: দিলীপ ঘোষের বিয়ে নিয়ে মস্করা নয়, কড়া প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের

Sukanta Majumdar
Sukanta Majumdar

 

কলকাতা : দিলীপ ঘোষের বিয়ে বলে কথা! বৃহস্পতিবার বিকেল থেকেই শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে রাজ্য রাজনীতিতে। নেট মাধ্যমও তার ব্যতিক্রম নয়। বেশি বয়সে বিয়ে করা নিয়ে অনেকে হাসি মস্করাও করছেন। শুক্রবার সকালে নিউটাউনে দিলীপবাবুর বাড়িতে শুভেচ্ছা জানাতে এসে নেতিবাচক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

ঝাঁঝের সুরেই সুকান্তবাবু উপস্থিত সংবাদমাধ্যমকে বলেন, "দিলীপ ঘোষের বিয়ে, এর মধ্যে অস্বাভাবিক কী রয়েছে? বিশেষ করে আমরা যেখানে কলকাতায় থাকি!" সুকান্তবাবু বোঝাতে চান, বয়সটা কোনও ফ্যাক্টরই নয়, আসল হল মনের মিল!

সাংবাদিকদের কাছে তাঁর ব্যাখ্যা, "এর আগে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব বেশি বয়সে বিয়ে করেছেন। প্রিয়রঞ্জন দাশমুন্সি, ইন্দ্রজিৎ গুপ্তর কথা মনে করুন। ইন্দ্রজিৎবাবু তো আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন। ফলে বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই। রাজনীতিতে যাঁরা থাকেন, তাঁদের সমাজের কাজ, রাজনীতির কাজ করতে করতে কিছুটা দেরি হয়ে যায়। যেমন প্রিয়রঞ্জনদার অনেক পরে বিয়ে হয়েছিল। এরকম অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে।"

আইনি এবং বৈদিক মতে সুকান্তবাবু দিলীপ ঘোষের বিয়ের কথা জানান। এরপরই কৌতূহলী সংবাদমাধ্যমের তরফে বিয়ের আচার, অনুষ্ঠান নিয়ে একাধিক প্রশ্ন করা হয়। জবাবে অভিভাবকসুলভ ভঙ্গিতে সুকান্ত বলেন, "বিয়ে বিষয়টা সবার জীবনের ব্যক্তিগত পরিসর, এতে কারও বেশি না ঢোকাই ভাল!"

You might also like!