kolkata

4 weeks ago

Kolkata Airport:কলকাতা বিমানবন্দরে গুলি,নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে মৃত জওয়ান

Kolkata Airport
Kolkata Airport

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃকলকাতা বিমানবন্দরে চলল গুলি। বৃহস্পতিবার কাকভোরের এই ঘটনায় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় বিমানবন্দর চত্বর। পর মুহূর্তেই জানা যায়, নিজের কাছে থাকা রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন সিআইএসএফ জওয়ান। তিনি নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে প্রাথমিকভাবে অনুমান। গুলি লেগেছে জওয়ানের গলায়।

সূত্রের খবর, ঘটনার পরেই খবর যায় পুলিশে। চিনার পার্কের কাছে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ওই জওয়ানকে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের নাম সি বিষ্ণু (২৫)। তাঁর বাড়ি তেলঙ্গানায়। ২০২২ থেকে সিআইএসএফ-এ কর্মরত ছিলেন তিনি।

জানা গেছে, এদিন ভোর ৫টা নাগাদ কলকাতা বিমানবন্দরের ৫ নম্বর গেটের কাছ থেকে গুলির আওয়াজ পাওয়া যায়। কর্মরত সিআইএসএফ কর্মী থেকে শুরু করে সকলেই ছুটে যান সেদিকে। সিআইএসএফ জানাচ্ছে, ৫ নম্বর গেটের কাছে যে টাওয়ার সেখান থেকেই গুলির আওয়াজ পাওয়া গিয়েছিল। কর্মীরা টাওয়ারে উঠে দেখেন তাঁদেরই এক সহকর্মী মাটিতে লুটিয়ে পড়ে আছেন। রক্তে ভেসে যাচ্ছে। পাশেই পড়ে রয়েছে তাঁর সার্ভিস রাইফেল। তড়িঘড়ি তাঁকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভিআইপি রোডের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।সিআইএসএফ কর্মীরা জানিয়েছেন, মনে করা হচ্ছে বিষ্ণু সার্ভিস রাইফেল থেকে নিজের থুতনির নীচে গুলি করেছিলেন।

এদিনের ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় বিমানবন্দরে চত্বরে। ঘটনাস্থলে পৌঁছেছেন সিআইএসএফের উচ্চপদস্থ আধিকারিক ও বিমানবন্দর থানার পুলিশ। সূত্রের খবর, ২০২২ থেকে সিআইএসএফ-এ কর্মরত ছিলেন ওই জওয়ান। কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

বছর দুয়েক আগেও কলকাতা বিমানবন্দরে এমন ঘটনা ঘটেছিল। সেই সময়ও কর্তব্যরত এক সিআইএসএফ জওয়ানের মৃত্যু হয়। জানা যায়, মৃত ওই সিআইএসএফ জওয়ানের নাম ছিল পঙ্কজকুমার দে। কর্মরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে তিনি আত্মঘাতী হয়েছিলেন বলে শোনা যায়। বিমানবন্দরের বেসমেন্টের শৌচালয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছিল তাঁকে।


You might also like!