kolkata

1 year ago

Weather Forecast : ঘন কুয়াশায় মোড়া কলকাতার আকাশ, বাড়ছে তাপমাত্রা

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ২৪ জানুয়ারি : মঙ্গলবার সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতার আকাশ। দৃশ্যমানতা এতটাই কমে গিয়েছে, যান চলাচলের গতি স্লথ। অনেকক্ষেত্রে রুট পরিবর্তন করে ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি। এরইমাঝে লাফিয়ে বাড়ছে শহরের তাপমাত্রা। দুর্ঘটনা এড়াতে সকাল থেকেই কলকাতা ট্রাফিক পুলিশ শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণ করছে। সায়েন্স সিটি, পার্ক সার্কাস, মা উড়ালপুল, ই এম বাইপাসে গাড়িগুলি ধীর গতিতে চলাচল করানো হচ্ছে। এদিকে, দৃশ্যমানতা কম থাকায় সল্টলেক থেকে ই এম বাইপাসমুখী গাড়িগুলি কোনওভাবেই যাতে ভুল পথে চলে না যায়, তার জন্য কড়া নজরদারি চালানো হচ্ছে।

লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা। শীতের সমস্ত আমেজ উধাও হয়েছে শহর থেকে। আগামী পাঁচ থেকে সাতদিন আরও বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। সপ্তাহভর শুষ্ক আবহাওয়া থাকবে। শীতের আমেজ প্রায় সম্পূর্ণ গায়েব হবে সরস্বতী পজোর দিন। কার্যত উষ্ণতম সরস্বতী পুজোর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শহরে তাপমাত্রা স্বাভাবিকের চার ডিগ্রি ওপরে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৯৪ শতাংশ। আগামী দু'তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। 

You might also like!