kolkata

1 month ago

GOLD robbery : স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা ও হয়রানি মুক্তির দাবিতে ডেপুটেশন ব্যারাকপুরে

GOLD  robbery (symbolic picture)
GOLD robbery (symbolic picture)

 

ব্যারাকপুর, ১৯ জুলাই : চুরি ও ডাকাতির ঘটনা বাড়ছে দিন দিন, বিশেষ করে সোনার দোকানগুলোতে। এই ক্রমবর্ধমান সমস্যায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্বর্ণ ব্যবসায়ীরা। এরই প্রেক্ষিতে শুক্রবার সকালে বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির পক্ষ থেকে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়ার কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়েছে।

স্বর্ণ ব্যবসায়ীরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে সোনার মূল্যবৃদ্ধির কারণে অনেক মানুষ পুরোনো সোনা দোকানে জমা দিয়ে নতুন গয়না তৈরি করছেন। কিন্তু পুলিশ এই প্রক্রিয়াটিকে চোরাই সোনার লেনদেন বলে ধরে নিয়ে ব্যবসায়ীদের বিভিন্ন সময়ে হয়রানি করছে। উপযুক্ত কাগজপত্র দেখানো সত্ত্বেও, ব্যবসায়ীরা পুলিশের এই হয়রানি এড়াতে পারছেন না।

ব্যবসায়ীদের দাবি, তাদের পক্ষে জানা সম্ভব নয় কে চোরাই সোনা এনে গয়না বানাচ্ছেন। তারপরও তাদেরকে পুলিশি জটিলতার সম্মুখীন হতে হচ্ছে। এই পরিস্থিতিতে, স্বর্ণ ব্যবসায়ীরা সোনার দোকানগুলির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার এবং চোরাই সোনার অজুহাতে পুলিশি হয়রানি থেকে মুক্তির জন্য পুলিশ প্রশাসনের সদর্থক ভূমিকা দাবি করেছেন। এ বিষয়ে, ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া স্বর্ণ ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন যে তিনি তাদের নিরাপত্তা এবং হয়রানিমুক্ত বাণিজ্যের জন্য যথাযথ ব্যবস্থা নেবেন।

You might also like!