দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাংলাদেশে চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এসেছে গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন। আসন্ন দুর্গাপূজার ব্যয় কমিয়ে বন্যা দুর্গতদের সহায়তায় তাঁরা দেশের প্রধান উপদেষ্টার বন্যা ত্রাণ তহবিলে কুড়ি লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়ছে, গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন এর পক্ষ থেকে হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা উদযাপনের ব্যয় কমিয়ে ২০ লক্ষ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। অতীতেও ফাউন্ডেশনটি দেশের করোনাকালে এবং দেশের সংকটকালীন সময়ে পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে উজ্জ্বল দৃষ্টান্তের স্বাক্ষর রেখেছে।গুলশান বনানী সার্বজনীন পুজা ফাউন্ডেশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হচ্ছে, এই অনুদান বন্যাক্রান্ত মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে এবং স্বাবলম্বী করে তুলবে।এ সময় দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের কর্মকর্তারা।