Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

International

10 months ago

Bangladesh floods: বাংলাদেশে বন্যা : প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের ২০ লক্ষ টাকা দান

Bangladesh floods
Bangladesh floods

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাংলাদেশে চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এসেছে গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন। আসন্ন দুর্গাপূজার ব্যয় কমিয়ে বন্যা দুর্গতদের সহায়তায় তাঁরা দেশের প্রধান উপদেষ্টার বন্যা ত্রাণ তহবিলে কুড়ি লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়ছে, গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন এর পক্ষ থেকে হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা উদযাপনের ব্যয় কমিয়ে ২০ লক্ষ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। অতীতেও ফাউন্ডেশনটি দেশের করোনাকালে এবং দেশের সংকটকালীন সময়ে পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে উজ্জ্বল দৃষ্টান্তের স্বাক্ষর রেখেছে।গুলশান বনানী সার্বজনীন পুজা ফাউন্ডেশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হচ্ছে, এই অনুদান বন্যাক্রান্ত মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে এবং স্বাবলম্বী করে তুলবে।এ সময় দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের কর্মকর্তারা।

You might also like!