kolkata

4 months ago

Mamata wishes on teachers day : শিক্ষকরা পথপ্রদর্শক; অনুপ্রেরণা ও শক্তির স্তম্ভ, সমাজের মেরুদণ্ড : মুখ্যমন্ত্রী

Mamata Banerjee (symbolic picture)
Mamata Banerjee (symbolic picture)

 

কলকাতা, ৫ সেপ্টেম্বর : শিক্ষক দিবস উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন, শিক্ষকরাই আমাদের পথপ্রদর্শক, আমাদের অনুপ্রেরণা ও শক্তির স্তম্ভ। মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, "শিক্ষক দিবসের এই শুভ মুহূর্তে, মহান পণ্ডিত ও ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ এস রাধাকৃষ্ণণের জন্মবার্ষিকী উপলক্ষ্যে, আমি বিনয়ের সঙ্গে তাঁর মহান উত্তরাধিকারকে স্মরণ করছি এবং একই সঙ্গে সমগ্র শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।"

মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, "আমাদের শিক্ষকরা আমাদের পথপ্রদর্শক, আমাদের অনুপ্রেরণা ও শক্তির স্তম্ভ। তাঁরা আমাদের সমাজের মেরুদণ্ড। আমাদের গঠনমূলক বছরগুলিতে, এমনকি পরবর্তীতেও আমাদের দিকনির্দেশনা দেওয়ার জন্য আমরা তাঁদের কাছে সর্বদা কৃতজ্ঞ থাকব। আমাদের বাবা-মা ছাড়াও, তাঁরাই একমাত্র ব্যক্তিত্ব যাদের সামনে আমরা শ্রদ্ধায় মাথা নত করি। এই বিশেষ দিনে সমস্ত শিক্ষক, ছাত্র এবং অশিক্ষক কর্মীদের আমার আন্তরিক শুভেচ্ছা। শুভ শিক্ষক দিবস!

You might also like!