Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Entertainment

1 month ago

Taylor Swift engagement: টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসের বাগদান ঘোষণা, নজর কাড়ল ভিনটেজ আংটি!

Taylor Swift and Travis Kelce's engagement
Taylor Swift and Travis Kelce's engagement

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গত দুই বছর ধরে কানসাস সিটি চিফসের তারকা খেলোয়াড় ট্র্যাভিস কেলসের সঙ্গে প্রেম করছেন বিশ্বখ্যাত গায়িকা টেলর সুইফট। সেই প্রেমকাহিনিই অবশেষে এক ধাপ এগোল। মঙ্গলবার সন্ধ্যায় সুইফট নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন জীবনের সবচেয়ে বড় সুখবর—বাগদানের বিশেষ কিছু মুহূর্ত। ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে সুইফট লিখলেন, 'আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।' মুহূর্তের মধ্যেই সেই পোস্ট ভাইরাল হয়ে যায়। শুভেচ্ছার বন্যায় ভেসে যায় কমেন্ট সেকশন। ভক্তরা যেমন খুশির খবর ভাগ করে নিলেন, তেমনই অনেকে খুঁজে বের করতে লাগলেন ছবির নানা খুঁটিনাটি। 

 তাঁদের বাগদানের আয়োজন করা হয়েছিল মিসৌরির লি’স সামিটের একটি বাগানে। ছবিগুলিতে দেখা গিয়েছে, সবুজ গাছপালা আর ফুলে ভরা একটি বাগানের মধ্যে দাঁড়িয়ে আছেন টেলর ও ট্র্যাভিস। একে অপরেরে হাত ধরে, পরস্পরের চোখে চোখ রেখে পোজ দিচ্ছেন দু’জন। তাদের হাসিমাখা মুখ যেন ভালোবাসার গল্পকেই আরও স্পষ্ট করে তুলছে। তবে ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে টেলরের আঙুলে থাকা এনগেজমেন্ট রিং। চোখ ধাঁধানো ভিনটেজ স্টাইলের আংটি রীতিমতো ঝলমল করছে। জানা গেছে, এটি একটি ৮-ক্যারেটের ডায়মন্ড রিং। যার নকশা করেছেন আর্টিফেক্স ফাইন জুয়েলারির কাইন্ড্রেড লুবেক। দাম শুনলে অনেকেরই মাথা ঘুরে যাবে—কারণ এর মূল্য কয়েক মিলিয়ন মার্কিন ডলার বলে ধারণা করা হচ্ছে।  

প্রসঙ্গত, টেলর সুইফট ও ট্র্যাভিস কেলস প্রায় দুই বছর ধরে সম্পর্কে রয়েছেন। প্রথমে কেলসের একটি ফুটবল ম্যাচে উপস্থিত হয়েছিলেন সুইফট। সেখান থেকেই ধীরে ধীরে তাঁদের সম্পর্কের সূচনা। গানের জগৎ আর খেলাধুলার জগৎ—দুই ভিন্ন মঞ্চকে এক সূত্রে বেঁধে দিল তাদের এই প্রেম। তবে এখন সেই সম্পর্ক এক নতুন অধ্যায়ে পৌঁছল।  বলা বাহুল্য, প্রথমে একে অপরের অনুষ্ঠানে যোগ দেওয়া, পরে প্রকাশ্যে একসঙ্গে হাজির হওয়া—সবকিছুই তাঁদের অনুরাগীদের কাছে বিশেষ মুহূর্ত হয়ে উঠেছিল। যদিও বিয়ের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি, তবে ভক্তদের আশা, খুব শীঘ্রই আনুষ্ঠানিক তারিখ জানাবেন এই জনপ্রিয় তারকা-জুটি। বিশ্বজুড়ে সংগীতপ্রেমী ও ক্রীড়াপ্রেমীরা সেই বিশেষ দিনের অপেক্ষায় দিন গুনছেন।

You might also like!