নয়াদিল্লি, ১৮ অক্টোবর : সমগ্র দেশবাসীকে ধনতেরাসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। শনিবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, "দেশে আমার সকল পরিবারের সদস্যদের ধনতেরাসের আন্তরিক শুভেচ্ছা। এই পবিত্র উপলক্ষ্যে আমি সকলের সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি। ভগবান ধন্বন্তরী সকলকে যেন আশীর্বাদ করেন।" ধনতেরসের দিন পূজিতা হন দেবী লক্ষ্মী এবং কুবের। এ ছাড়া পুজো করা হয় ধন্বন্তরিরও। এ দিন সোনা, রূপার পাশাপাশি ঝাঁটা, তামা, পিতলের বাসন, নুন, ইত্যাদি কেনার রীতি আছে। ধনতেরসের দিন ঘর ভাল করে পরিষ্কার করে, নতুন জামা পরে পুজো করা উচিত। ঘরে প্রদীপ জ্বালানো উচিত। ধনত্রয়োদশীর দিন মূলত সংসারের সুখ, সমৃদ্ধি কামনায় পুজো করে থাকেন সকলে।
देश के मेरे सभी परिवारजनों को धनतेरस की अनेकानेक शुभकामनाएं। इस पावन अवसर पर मैं हर किसी के सुख, सौभाग्य और आरोग्य की कामना करता हूं। भगवान धन्वंतरि सबको अपना भरपूर आशीर्वाद दें।
— Narendra Modi (@narendramodi) October 18, 2025