kolkata

4 months ago

Weather Report: ফের নিম্নচাপের ভ্রুকুটি! বঙ্গের উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তাল হবে সমুদ্র

Weather Report (Symbolic Picture)
Weather Report (Symbolic Picture)

 

কলকাতা, ২৯ আগস্ট: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি! আবারও আবহাওয়া বদলে যাবে দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি রয়েছে। উত্তর ও মধ্য বঙ্গোপসাগরের উপরে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ বেগ ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। পশ্চিমবঙ্গ এবং ওডিশা উপকূলে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সমুদ্রের এই উত্তাল পরিস্থিতি বজায় থাকবে।

ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে, যে সমস্ত মৎস্যজীবী গভীর সমুদ্রে রয়েছেন, তাঁদের ফিরে আসতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে, তাই ৩১ আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৯ আগস্টই পূর্ব-মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দু'দিনে সেটি দক্ষিণ ওডিশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছ থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এর প্রভাবে ৩১ আগস্ট পর্যন্ত প্রবল বেগে হাওয়া বইবে। রয়েছে বৃষ্টিরও সম্ভাবনা।

You might also like!