kolkata

1 week ago

Jyotirmoy Singh Mahato :আর জি কর মামলার দ্রুত শুনানির আর্জি, প্রধান বিচারপতিকে চিঠি বিজেপি সাংসদের

Jyotirmoy Singh Mahato
Jyotirmoy Singh Mahato

 

কলকাতা, ৫ সেপ্টেম্বর : "বিচারের বাণী নিভৃতে কাঁদে" - এই প্রবাদেরও ব্যতিক্রম ঘটনা বিশেষে রয়েছে। আর জি কর মামলার শুনানি পিছিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে কলম ধরেছেন বিজেপির সাংসদ। পুরুলিয়ার জ্যোতির্ময় সিং মাহাতো এই মামলার অধিক গুরুত্ব অনুধাবন করে জলদি বিচার চেয়েছেন। এ নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি লিখেছেন তিনি।

দুই পাতার চিঠিতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতিকে শ্রী মাহাতো জানান, আইনজ্ঞ নন তিনি। এই চিঠি আইনের নিয়ম লঙ্ঘন করবে কিনা সে কথাও জানা নেই। তবে, এক নয় একাধিক মানুষের কন্ঠস্বর তাঁর এই চিঠিতে। সুতরাং এই মামলায় সুবিচারের দাবি যেমন রয়েছে, তেমন দ্রুত নিষ্পত্তির জন্যও অনুরোধ করেছেন তিনি। ওই চিঠিতে আরও বলা হয়েছে, শীর্ষ আদালতের প্রতি আস্থা ও বিশ্বাস সম্পূর্ণ রয়েছে।

You might also like!