দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কলকাতা মহানগরীতে বাড়ছে ইলেকট্রনিক্সের অব্যবহৃত নানা সামগ্রী। অবৈজ্ঞানিক পদ্ধতিতে তা যত্রতত্র ফেলে রাখার কারণে সমস্যা এই মুহূর্তে চরমে। এর পরিপ্রেক্ষিতে সেই সমস্যার সমাধানৈ Webel & WBEIDCL এর সঙ্গে এক যৌথ কর্মসূচি হাতে নেওয়া নিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর। এ রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয় সরকারিভাবে ওই কর্মসূচির উদ্বোধন করবেন। শনিবার কলকাতা পুরসভার কেন্দ্রীয় পুরভবনে এ নিয়ে "ই - কালেকশন ক্যাম্প" এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রথম দফায় বোরো পর্যায়ে তা চালু করা হবে। কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম উপস্থিত থাকবেন। তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রী এই অনুষ্ঠানে প্রধান অতিথি। এছাড়াও তথ্য প্রযুক্তি ও শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ সন্দীপন সাহা, মেয়র পারিষদ দেবব্রত মজুমদার প্রমুখ উপস্থিত থাকবেন।