কলকাতা, ৬ আগস্ট : মঙ্গলবার বাংলার প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। হাওয়া অফিস সূত্রে খবর, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। হাওয়া অফিস সূত্রে এও খবর, মঙ্গলবার বৃষ্টি হবে কলকাতাতেও। তাপমাত্রা কিছুটা কমতে পারে দক্ষিণের জেলাগুলিতে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবারে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। মালদহ ও দুই দিনাজপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।