কলকাতা, ২৩ আগস্ট : জন্মাষ্টমী উপলক্ষ্যে আগামী সোমবার, ২৬ আগস্ট কম ছুটবে কলকাতা মেট্রো। দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে স্বাভাবিকের চেয়ে ৫৪টি মেট্রো কম চলবে সোমবার। এছাড়াও, হাওড়া ময়দান-এসপ্ল্যানেড এবং সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ লাইনেও ওই দিন মেট্রোর সংখ্যা কম করা হয়েছে।
কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, জন্মাষ্টমী উপলক্ষ্যে দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে আপ-ডাউন মিলিয়ে ২৩৪টি মেট্রো চালানো হবে। তবে মেট্রোর সংখ্যা কমলেও প্রথম এবং শেষ মেট্রোর সময় অপরিবর্তিত রাখা হয়েছে। ওই দিন দমদম থেকে কবি সুভাষগামী এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে ৬টা ৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মেট্রো ছাড়বে সকাল ৭টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়। দমদমের শেষ মেট্রো ছাড়বে ৯টা ৪০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ৯টা ২৮ মিনিটে এবং দমদম থেকে কবি সুভাষের শেষ মেট্রো ৯টা ৪০ মিনিটে ছাড়বে। কবি সুভাষ এবং দমদমের মধ্যে রাতের বিশেষ মেট্রো চলবে ১০টা ৪০ মিনিটে।
শিয়ালদহ-সেক্টর ফাইভ লাইনে সোমবার আপ-ডাউন মিলিয়ে ৯০টি মেট্রো ওই লাইনে চলবে। এ ক্ষেত্রেও প্রথম এবং শেষ মেট্রোর সময় অপরিবর্তিত। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত লাইনে সোমবার আপ-ডাউন মিলিয়ে ১২২টি মেট্রো চালানো হবে। প্রথম এবং শেষ মেট্রোর সময় অপরিবর্তিত রাখা হয়েছে এ ক্ষেত্রেও।