Game

1 day ago

ICC Women’s World Cup 2025: মাত্র ১০০ টাকাতে শুরু হলো মহিলা বিশ্বকাপের আগাম টিকিট বিক্রি

ICC Women’s World Cup 2025
ICC Women’s World Cup 2025

 

কলকাতা, ৫ সেপ্টেম্বর : আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কায় বসবে মহিলা ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। শেষ হবে ২ নভেম্বর। ৮ দলের টুর্নামেন্ট। ম্যাচ হবে ৩১টি। যার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় আগাম টিকিট বিক্রির ঘোষণা করেছে আইসিসি। গ্রুপ পর্বের ২৮টি ম্যাচের জন্য বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, যা যে কোনও আইসিসি ইভেন্টের ইতিহাসে সর্বনিম্ন।
টিকিট কেনা যাবে ‘টিকেটস ডট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ডটকম’ সাইটে। দ্বিতীয় ধাপে টিকিট বিক্রি ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

টুর্নামেন্টটা হওয়ার কথা ছিল শুধু ভারতেই। কিন্তু রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তান ভারতে যাবে না। তাই শ্রীলঙ্কার কলম্বোকেও ভেন্যুর তালিকায় রাখা হয়েছে। বিশ্বকাপে অংশ নিচ্ছে ভারত, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড, বাংলাদেশ । টুর্নামেন্টের পাঁচটি ভেন্যু হলো- কলম্বো, গুয়াহাটি, ইন্দোর, বিশাখাপত্তনম ও নভি মুম্বই।

You might also like!