kolkata

1 month ago

Firhad Hakim: জমি ও বাড়ির মিউটেশনে কোনও বাড়তি অর্থ নয়, নির্দেশ পুরমন্ত্রীর

Firhad Hakim
Firhad Hakim

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জমি ও বাড়ির মিউটেশনের কাজ করতে গেলে বিভিন্ন পুরসভায় নেওয়া হচ্ছে উন্নয়ন বাবদ অর্থ। এমনই অভিযোগ জমা পড়ছিল পুর ও নগরোন্নয়ন দফতরে। এ বার পুরসভাগুলিকে লিখিত নির্দেশ পাঠিয়ে এমন অভিযোগের বিরুদ্ধে পদক্ষেপ করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

 কলকাতার পুরসভায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে কালনা পুরসভার বিরুদ্ধে উন্নয়ন বাবদ অর্থ নেওয়ার অভিযোগ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে ফিরহাদ বলেন, ‘‘রাজ্য সরকারের ঠিক করে দেওয়া কর ছাড়া আর কোনও অর্থ বাসিন্দাদের থেকে নেওয়া যাবে না। পুর ও নগরোন্নয়ন দফতর এই বিষয়টি আগেই স্পষ্ট করে জানিয়েছিল। মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের উপর বাড়তি করের বোঝা চাপাতে নারাজ। তাই আমি সব পুরসভাকে একটি নির্দেশিকা পাঠিয়েছি। যেখানে জানিয়ে দেওয়া হয়েছে, কোনও ভাবেই বাড়তি অর্থ নেওয়া যাবে না।’’

পুর দফতর সূত্রে খবর, জুলাই মাসেই এই সংক্রান্ত বিষয়ে পুরমন্ত্রীর চিঠি রাজ্যের সব পুর নিগম ও পুরসভায় পাঠিয়েছে দফতর। এমনকি, ওই চিঠিতে দু’টি সরকারি বিজ্ঞপ্তির কথাও জানিয়ে দেওয়া হয়েছে।


You might also like!