কলকাতা, ২৯ আগস্ট : কলকাতা ফুটবল মাঠে রেফারিং এর মান উন্নত করতে এবার দেখা যাবে প্রযুক্তির ব্যবহার। উদ্যোগ নিয়েছে আইএফএ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। আইএফএ রেফারিদের সাহায্য করতে এই নতুন প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে। এই প্রথম কলকাতার ফুটবলে দেখা যাবে প্রযুক্তির ব্যবহার। এই প্রযুক্তির নাম অ্যাডভান্স রিভিউ টেকনোলজি বা আর্ট। এই আর্ট নিয়ে গবেষণা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্রছাত্রীরা। তাঁদের গবেষণালব্ধ নতুন প্রযুক্তির সাহায্যে বল গোল লাইন অতিক্রম করেছে কিনা, তা নির্ভুল ভাবে জানা যাবে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেছেন, ‘‘কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সের খেলায় এই প্রযুক্তি প্রথমে ব্যবহার করা হবে। সফল হলে আগামী দিনে অফসাইড, পেনাল্টির মতো ক্ষেত্রেও এই প্রযুক্তি ব্যবহার করার কথা ভাবা হবে।