দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-রেলকে বেসরকারিকরণ করা হচ্ছে, এমনই চাঞ্চল্যকর দাবি করলেন আরজেডি নেতা তথা বিধার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব। পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী যাদব বলেছেন, "রেলওয়ে বেসরকারিকরণ করা হচ্ছে। লালু যাদব যখন রেলমন্ত্রী ছিলেন, তখন তিনি গরিবদের জন্য কাজ করেছেন। প্রতি বাজেটেই তিনি গরিবদের জন্য রেলের ভাড়া কমিয়ে দিতেন যারা এসি-তে যাতায়াত করতে পারে না, গরিব রথের মতো ট্রেন চালু করেছেন... কিন্তু এখন প্রধানমন্ত্রী এমন পরিস্থিতি তৈরি করেছেন যে ট্রেন যথাসময়ে চলতে পারে, নাও চলতে পারে। তবে সময়মতো চললে ট্রেন দুর্ঘটনা অবশ্যই ঘটবে।"