কলকাতা, ২৩ মার্চ : আগামী রবিবার, ২৬ মার্চ পশ্চিমবঙ্গ জুডিসিয়াল সার্ভিস-এর প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষার পরীক্ষার্থীদের সুবিধার্থে কলকাতা মেট্রো আগামী রবিবার ৮টি অতিরিক্ত ট্রেন চালাবে। ওই দিন দক্ষিণেশ্বর-কবি সুভাষের মধ্যে মোট ১৩০টির পরিবর্তে ৬৯টি আপ ও ৬৯ টি ডাউনসহ মোট ১৩৮টি ট্রেন পরিষেবা দেওয়া হবে।
এছাড়াও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ও দমদম থেকে কবি সুভাষ, দমদম থেকে দক্ষিণেশ্বর-এর প্রথম সার্ভিস সকাল ৯টার পরিবর্তে সকাল ৮টায় শুরু হবে। তবে শেষ ট্রেন পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে বলে মেট্রো রেল সূত্রের খবর।